পুজোয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সফল পুলিশ, দাবি নবান্নের

কলকাতা: মুখ্যমন্ত্রী নিজে দাবি করেছিলেন এবারের পুজো শান্তিপূর্ণভাবে মিটেছে৷ একটিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ মুখ্যমন্ত্রীর এই দাবির পর নবান্নের তরফের সরাসরি পুলিশের প্রশংসা করা হয়েছে৷ জানানো হয়েছে, পুজোয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি সফলভাবে উত্তীর্ণ হয়েছে পুলিশ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে যখন মাতোয়ারা, গোটা রাজ্য সেই সময় নানা অবৈধ কার্যকলাপ ও অন্যান্য অপরাধের জন্য ২ থেকে ৭

পুজোয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সফল পুলিশ, দাবি নবান্নের

কলকাতা: মুখ্যমন্ত্রী নিজে দাবি করেছিলেন এবারের পুজো শান্তিপূর্ণভাবে মিটেছে৷ একটিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ মুখ্যমন্ত্রীর এই দাবির পর নবান্নের তরফের সরাসরি পুলিশের প্রশংসা করা হয়েছে৷ জানানো হয়েছে, পুজোয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি সফলভাবে উত্তীর্ণ হয়েছে পুলিশ৷

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে যখন মাতোয়ারা, গোটা রাজ্য সেই সময় নানা অবৈধ কার্যকলাপ ও অন্যান্য অপরাধের জন্য ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে ১৬২ জনকে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহর ও পার্শ্ববর্তী এলাকায় কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগে অভিযান চালিয়ে দুষ্কৃতীদের ধরা হয়েছে৷

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ মুরলীধর শর্মা জানিয়েছেন, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফের ১৪৪ জনকে অবৈধ কার্যকলাপের জন্য গ্রেপ্তার করা হয়েছে৷ চুরি-ছিনতাই দমনকারী শাখার তরফেও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের কাছ থেকে চারটি ফোন উদ্ধার করা হয়েছে৷

অন্যদিকে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ ‘বন্ধু’ অ্যাপ সফল হয়েছে বলে জানানো হয়েছে৷ পুজো দেখতে এসে হারিয়ে যাওয়া শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশের এই অ্যাপ৷
লালবাজারের এক উচ্চপদস্থ পুলিশ কর্তারা জানিয়েছেন, পুজোর চারদিন ১৫ জন শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়ে৷ তাদের মধ্যে ১৩ জনকে তাদের পরিবার ও অভিভাবকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে৷ অন্যদিকে দু’জনকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে৷ এমনকী, মণ্ডপে অসুস্থ হয়ে পড়া সাতজনকে নিকটবর্তী হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করার জন্য সাহায্য করেছে কলকাতা পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =