সিডনি: সংবাদমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে আইন করার প্রতিবাদে অস্ট্রেলিয়া সমস্ত সংবাদপত্রের প্রথম পাতা শব্দ মুছে অভিনব প্রতিবাদ৷ সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায় শব্দ মুছে প্রকাশ করা হয়েছে কাগজ৷
গণমাধ্যমের প্রতিযোগিতার দৌড়ে শামিল সংবাদপত্রগুলি তাদের প্রতিযোগিতা ভুলে দিন একজোট হয়ে অভিনব প্রতিবাদে অংশগ্রহণ করেন৷ সংবাদপত্রের প্রথম পাতায় শব্দ কালি দিয়ে মুছে সিক্রেট লেখা লাল সিল মেরে তা প্রকাশ করা হয়৷
স্থানীয় সাংবাদিকদের মতে, নয়া আইনের মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হচ্ছে৷ অস্ট্রেলিয়ার গোপনীয়তার সংস্কৃতি চালু করছে সরকার৷ সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে বলছে সরকার৷ কিন্তু, কাউ আইনের ঊর্ধ্বে নয় জানিয়েছে সরকার৷ কিন্তু, মুখে বড় কথা বললেও সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলেও তোলা হয়েছে অভিযোগ৷
বিবিসি জানিয়েছে, গত জুন মাসে পুলিশ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন ও নিউজ অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের বাড়িতে অভিযান চালায়৷ তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ এর পর সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের বিষয়ে বিল আনা হয়৷ সরকার আইন করে সংবাদমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাইছে৷ আর সেই কারণেই শব্দ মুছে নয়া প্রতিবাদ শামিল হয়েছেন তারা৷