কালী পুজোয় বন্ধ ভিআইপি পাস, পাল্টা কৌশল আয়োজকদের

বারাসত: দুর্গা পুজোর মতো এবার বারাসাতের কালী পুজোতেও ভিআইপি পাস বন্ধ নির্দেশিকা জারি করল প্রশাসন৷ আর তাতে পুজোর আয়োজকদের মধ্যে বাড়ছে ক্ষোভ৷ প্রশাসনের নির্দেশ মাথায় নিয়ে পাল্টা নয়া কৌশল আয়োজকদের৷ সূত্রের খবর, বড় পুজোর উদ্যোক্তারা নির্দেশিকা প্রশাসনের চাপে মেনে নিলেও মোন তা অনেকেই বিষয়টি মানতে পারছেন না৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলছেন, পাস

কালী পুজোয় বন্ধ ভিআইপি পাস, পাল্টা কৌশল আয়োজকদের

বারাসত: দুর্গা পুজোর মতো এবার বারাসাতের কালী পুজোতেও ভিআইপি পাস বন্ধ নির্দেশিকা জারি করল প্রশাসন৷ আর তাতে পুজোর আয়োজকদের মধ্যে বাড়ছে ক্ষোভ৷ প্রশাসনের নির্দেশ মাথায় নিয়ে পাল্টা নয়া কৌশল আয়োজকদের৷

সূত্রের খবর, বড় পুজোর উদ্যোক্তারা নির্দেশিকা প্রশাসনের চাপে মেনে নিলেও মোন তা অনেকেই বিষয়টি মানতে পারছেন না৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলছেন, পাস তুলে দেওয়ায় ভিড় সামলাতে হিমশিম খেতে হবে এবার৷ পাশাপাশি তাঁদের দাবি, নিয়ম সকলের জন্য সমান৷ সে ক্ষেত্রে পুলিশ যেন তাদের আধিকারিক থেকে আমলা-মন্ত্রীকে পুলিশ স্কোয়ার্ড করে মণ্ডপে না নিয়ে আসে৷

প্রশসানের নির্দেশ মেনে পাস প্রথা বিলোপ করা হলেও আমন্ত্রণপত্র ছাপিয়ে বিকল্প পথের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ এই নিয়ে বারাসতের পুরপ্রধান জানিয়েছেন, এবার দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়৷ যদি সমস্যা হয় তাহলে আগামীবার মুখ্যমন্ত্রীর কাছে এই নির্দেশিকা শিথিল করার জন্য আবেদন করব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =