সাবধান! বাজি ফাটান, তবে পুলিশের সময় মেনে, না হলেই জেল

কলকাতা: ফের সময় বেঁধে দিয়ে শব্দবাজিতে লাগাম দেওয়ার চেষ্টা চালাল কলকাতা পুলিশ৷ পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দীপাবলি ও কালীপুজোয় রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানো যাবে৷ পুলিশের তরফ সুপ্রিম কোর্টের নির্দেশিকা কড়াভাবে কার্যকর করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ সধারণ মানুষের মধ্যে ওই বার্তা পৌঁছে দিতে ইতিমধ্যেই শহরে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে

3 stocks recomended

কলকাতা: ফের সময় বেঁধে দিয়ে শব্দবাজিতে লাগাম দেওয়ার চেষ্টা চালাল কলকাতা পুলিশ৷ পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দীপাবলি ও কালীপুজোয় রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানো যাবে৷ পুলিশের তরফ সুপ্রিম কোর্টের নির্দেশিকা কড়াভাবে কার্যকর করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷

সধারণ মানুষের মধ্যে ওই বার্তা পৌঁছে দিতে ইতিমধ্যেই শহরে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে লিফলেট বিলি৷ সুপ্রিম কোর্টের আগেই এই নির্দেশ জারি করেছিল তা এবার অক্ষরে অক্ষরে পালন করতে চাইছে কলকাতা পুলিশও৷
লিফলেটের পাশাপাশি নির্দেশিকার কথা জানাতে শহরে বিভিন্ন জায়গায় পোস্টার টানাতে শুরু করেছে পুলিশ৷ বাংলা, হিন্দি, ইংরেজি তিন ভাষায় কয়েক হাজার পোস্টার-লিফলেট ছাপিয়েছে কলকাতা পুলিশ৷ সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে রাত আটটা থেকে দশটা পর্যন্ত পড়ানো যাবে বাজি৷ নিয়ম না মানলে দণ্ডনীয় অপরাধ৷ সেইসঙ্গে লিফলেটে মনে করিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণের নিয়ম৷

কার্যত সবাই জানেন, ৯০ ডিগ্রির বেশি মাত্রার শব্দ বাজি ফাটানো যায় না৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে যে শব্দবাজিগুলিকে নিষিদ্ধ করা হয়েছে তার একটি ছোট তালিকা সম্বলিত লিফলেট বিলি শুরু হয়েছে৷ ইতিমধ্যে সেখানে ১২৬টি বাজিকে পুলিশ নিষিদ্ধ বাজি বলে তালিকাভুক্ত করেছে৷ সাধারণ মানুষের কাছে কলকাতা পুলিশের আবেদন, শব্দবাজির অত্যাচার নয়, আলোর উৎসবে পরিণত হোক কালীপুজো ও দীপাবলি৷

অনেক দিন ধরেই কলকাতা ও শহরতলীর উচ্চ ডেসিবেলের শব্দবাজি নিষিদ্ধ প্রতিবছরই নানান বাজির ওপর পুলিশের নিষেধাজ্ঞা থাকে৷ এবারও তাই হয়েছে৷ কিন্তু, এবার নতুন সংযোজন শব্দদূষণ বিধি না মেনে ৯০ টেবিলের ওপর বাজি পোড়ালে কারাবাসের নির্দেশও দেওয়া হয়েছে৷ আইন না মেনে বাজি পোড়ালে ৫ বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা পর্যন্ত করার ঘোষণা করেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷ এমনকি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের পর্যন্ত করতে পারে বলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *