বাংলায় নিষিদ্ধ গুটখা ও পান-মশলা, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: অবশেষে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর৷ আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা মজুদ ও বিক্রি বন্ধ নিষিদ্ধ হচ্ছে৷ গত ২৫ অক্টোবর এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপনকান্তি রুদ্রের স্বাক্ষক করা ওই বিজ্ঞপ্তিতে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রির

বাংলায় নিষিদ্ধ গুটখা ও পান-মশলা, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: অবশেষে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর৷ আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা মজুদ ও বিক্রি বন্ধ নিষিদ্ধ হচ্ছে৷

গত ২৫ অক্টোবর এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপনকান্তি রুদ্রের স্বাক্ষক করা ওই বিজ্ঞপ্তিতে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনও পণ্যে যদি নিকোটিন থাকে, তা তৈরি করা, মজুদ করা বা বিক্রি করা যাবে না৷ এটা আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচনা করা হয়েছে৷ যদিও এই নির্দেশিকায় বিড়ি-সিগারেটের কোনও উল্লেখ নেই৷ গুটখা ও তামাকজাত পানমশলা সেবনের প্রবণতা দিনে দিনে বাড়ছে৷ আরও বিস্তারিত জানতে দেখুন বিজ্ঞপ্তি- www.wbhealth.gov.in/uploaded_files/go/5222.pdf

বাংলায় নিষিদ্ধ গুটখা ও পান-মশলা, জারি বিজ্ঞপ্তি

এই নেশার দ্রব্যটি ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়৷ কিন্তু, এই পণ্য ব্যবহার জনতার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে জানানো হয়েছে৷ ফলে, এ রাজ্যে বিক্রি নিষিদ্ধ করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ কয়েকবছর আগে গুটকা ও চিউইং টোবাকো কেনাবেচার উপর প্রথমে নিষেধাজ্ঞা জারি করেছিল খাদ্য সুরক্ষা কমিশনার৷ কিন্তু, তা কার্যকর করা নিয়ে রয়েছে প্রশ্ন৷ এর আগে বিহারে প্রথম গুটখা ও পাল-মশলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =