করাচি: নিজের দেশেই বিক্ষোভ আন্দোলনের মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ বিক্ষোভ ঘনীভূত হলেও তিনি যে পদত্যাগ করবেন না, তা জানিয়ে দিয়েছেন তিনি৷
ইসলামাবাদে ৩১ অক্টোবর শুরু হবে সরকারবিরোধী ‘আজাদি মার্চ’৷ পাকিস্তান সরকার বিরোধী দল ‘জমিয়ত উলেমায়ে ই ইসলামে’র প্রধান মৌলানা ফজল জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর ইসলামাবাদে ইমরানের বিরুদ্ধে ‘আজাদি মার্চে’র ডাক দিয়েছেন তিনি৷ সেই মার্চ থেকে পাকিস্তানকে স্বাধীন করা ডাক দেবেন তিনি৷
মুদ্রাস্ফীতি থেকে বেকারত্ব সমস্যা, পাক বিদেশ নীতির বিরোধিতা করে এই আন্দোলনের ডাকা হয়েছে বলে জানা গিয়েছে৷ এর আগে ইমরান জানিয়েছেন, আমার পদত্যাগের কোন প্রশ্নই উঠছে না৷ আমি পদত্যাগ করবো না৷ এই ধরনের রাজনৈতিক কর্মসূচি উদ্দেশ্যপ্রণোদিত৷ এর পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে৷
অন্যদিকে আইন মেনে যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ তা করতে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন৷ নির্বাচন করে ইমরান ক্ষমতায় আসেন বলে দাবি করেছেন ‘ইসলামি’ প্রধান মৌলানা ফজল৷ অন্যদিকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যেন সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পান সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন ইমরান৷