প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন

কলকাতা: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন সাহিত্যিক নবনীতা দেবসেন৷ আজ সন্ধ্যা সাতটা ৩৫মিনিটে নিজের বাড়িতেই প্রয়াতন হন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর৷ দীর্ঘদিন ধরে নানান সমস্যায় ভুগছিলেন তিনি৷ নবনীতা দেবসেনের প্রয়ানের খবর ছড়িয়ে পড়লেও এখনও তাঁর বাড়িয়ে প্রবেশাধিকার নিষেধ করে রাখা হয়েছে৷ পরিবারের সদস্যরা এখনও প্রকাশ্যে কিছু জাননি৷ রাজ্য সরকারের তরফেও যোগাযোগ করার

1bd802373a542e1419ef818baceec2d0

প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন

কলকাতা: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন সাহিত্যিক নবনীতা দেবসেন৷ আজ সন্ধ্যা সাতটা ৩৫মিনিটে নিজের বাড়িতেই প্রয়াতন হন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর৷ দীর্ঘদিন ধরে নানান সমস্যায় ভুগছিলেন তিনি৷

নবনীতা দেবসেনের প্রয়ানের খবর ছড়িয়ে পড়লেও এখনও তাঁর বাড়িয়ে প্রবেশাধিকার নিষেধ করে রাখা হয়েছে৷ পরিবারের সদস্যরা এখনও প্রকাশ্যে কিছু জাননি৷ রাজ্য সরকারের তরফেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে৷ কিন্তু পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া না গেলেও আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে৷

নবনীতা দেবসেন৷ কবি, উপন্যাসিক, শিশু সাহিত্যের ক্ষেত্রে অবদান অবদান অনস্বীকার্য৷ ২০০০ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি৷ ১৯৯৯ সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন নবনীতা দেব সেন৷ বাংলার রাজনীতিতে একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে সরকার বিরোধী অবস্থান জানিয়ে ছিলেন সাহিত্যিক নবনীতা দেবসেন৷ সম্প্রতি তাঁর একটি লেখা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়ে দেখা করে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভাইরাল হয়৷ সেখানে দেখা যায় নবনীতাদেবীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ ফলে তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে, নবনীতা দেবসেন কেমন আছেন? অবশেষে নেটিজেন ও তাঁর গুণমুগ্ধ পাঠকদের বিদায় জানালেন নবনীতা দেবসেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *