দু’হাত বাড়িয়ে ডাকছে সাম্বার দেশ, আর লাগবে না ভিসা অনুমতী

রিও ডি জেনেইরো: ব্রাজিল ভ্রমণে যেতে চান? ব্যবসায়ী হোন বা নাগরিক, ভারতীয় হলেই চলবে৷ এখন থেকে ব্রাজিল ভ্রমণে আর প্রয়োজন হবে না ভিসার৷ সম্প্রতি চিন সফরে গিয়ে ভারত ও চিন-সহ একাধিক উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য এই নতুন ভিসা নীতির কথা ঘোষণা করলেন ব্রাজিলের প্রেসিডন্ট জাইর বোলসোনারোর৷ চলতি বছরের শুরুতেই তিনি ব্রাজিলের সর্বোচ্চ পদে আসেন৷ প্রেসিডেন্ট

দু’হাত বাড়িয়ে ডাকছে সাম্বার দেশ, আর লাগবে না ভিসা অনুমতী

রিও ডি জেনেইরো: ব্রাজিল ভ্রমণে যেতে চান? ব্যবসায়ী হোন বা নাগরিক, ভারতীয় হলেই চলবে৷ এখন থেকে ব্রাজিল ভ্রমণে আর প্রয়োজন হবে না ভিসার৷ সম্প্রতি চিন সফরে গিয়ে ভারত ও চিন-সহ একাধিক উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য এই নতুন ভিসা নীতির কথা ঘোষণা করলেন ব্রাজিলের প্রেসিডন্ট জাইর বোলসোনারোর৷

চলতি বছরের শুরুতেই তিনি ব্রাজিলের সর্বোচ্চ পদে আসেন৷ প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পরই ব্রাজিলে পর্যটকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বাড়তি শর্তাবলী কমিয়ে নিয়ে আনেন৷ ভিসা নীতির আওতায় আনেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ার মত দেশকে৷ যদিও ব্রাজিলের পর্যটকদের জন্য এই দেশগুলিতে ভ্রমণের ক্ষেত্রে ভিসায় মেলেনি কোনও ছাড়পত্র৷

ব্রাজিল৷ নামটির সঙ্গে মিশে ফুটবল৷ বিশ্বের একমাত্র ফুটবল নির্ভর অর্থনীতির দেশ৷ ফুটবলের পাশাপাশি রয়েছে পৃথিবীর হৃদপিণ্ড আমাজন৷ সঙ্গে আছে মোহময়ী সেই সাম্বা ডান্স৷ ব্রাজিল দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ৷ আয়তনে এই দেশ বিশ্বে পঞ্চম স্থান অধিকার করে রেখেছে৷ ব্রাজিলের জনসংখ্যা ২৫ কোটি৷ জনসংখ্যার দিক থেকে এই দেশ রয়েছে বিশ্বে পঞ্চম স্থান রয়েছে৷ অর্থনীতিতে দুর্বল এই দেশ মূলত ফুটবল ও পর্যটনের উপর নির্ভরশীল৷ এবার পর্যটনে আরও গতি আনতে ব্রাজিল সরকারের এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =