বর্ধমান: অভাবের তাড়নায় চারদিনের পুত্র সন্তানকে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক আদিবাসী দম্পতির বিরুদ্ধে৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়ার পালিগ্রামে৷ পালিগ্রাম পঞ্চায়েত এলাকার নারায়ণপুরে ৩ সন্তানকে নিয়ে দিনযাপন করছিলেন আদিবাসীপাড়ার বাসিন্দা সোম মুর্মু ও মেনকা মুর্মু৷
অভাবের সংসারে গত ২৩ অক্টোবর আরও একটি পুত্রসন্তানের জন্ম দেন মেনকা৷ একেই সংসারে অনটন, তার ওপর অসুস্থতার কারনে একমাস ধরে ঘরে পড়ে রয়েছেন সোম মুর্মু৷ চারদিনের শিশুপুত্রকে অন্যের হাতে তুলে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় খুঁজে পাননি৷ বিনিময়ে পাওয়া দশ হাজার টাকাও খরচ করে ফেলেন৷
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার ওই দম্পতির সঙ্গে দেখা করেন কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল ও মঙ্গলকোটের বিডিও৷ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সোম মুর্মু৷ পুরো ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন৷