বাংলায় শুরু ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব, গৃহহীন ১ লক্ষ ৪৪ হাজার, বহু ক্ষতি!

কলকাতা: আতঙ্ক বাড়িয়ে বাংলায় ঢুকে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল৷ তছনছ বাংলার উপকূলবর্তী এলাকার৷ বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বহু এলাকা৷ ঝড়ের তাণ্ডবে ধুলিসাৎ সাগরদ্বীপ, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বুলবুল৷ শুরু হয়েছে তাণ্ডব৷ হাওয়া অফিস জানিয়েছে, ১২০ কিলোমিটার গতিবেগে সাগরদ্বীপ, বকখালিতে ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডব শুরু করে দিয়েছে৷ ঝড়ে উড়ে গিয়েছে বেশ কয়েকটি কাঁচা বাড়ি৷ ভেঙে পড়েছে গাছ৷ বিপর্যস্ত

বাংলায় শুরু ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব, গৃহহীন ১ লক্ষ ৪৪ হাজার, বহু ক্ষতি!

কলকাতা: আতঙ্ক বাড়িয়ে বাংলায় ঢুকে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল৷ তছনছ বাংলার উপকূলবর্তী এলাকার৷ বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বহু এলাকা৷ ঝড়ের তাণ্ডবে ধুলিসাৎ সাগরদ্বীপ, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বুলবুল৷ শুরু হয়েছে তাণ্ডব৷

হাওয়া অফিস জানিয়েছে, ১২০ কিলোমিটার গতিবেগে সাগরদ্বীপ, বকখালিতে ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডব শুরু করে দিয়েছে৷ ঝড়ে উড়ে গিয়েছে বেশ কয়েকটি কাঁচা বাড়ি৷ ভেঙে পড়েছে গাছ৷ বিপর্যস্ত গোটা দক্ষিণ ২৪ পরগনার উপকূল৷ একদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব ও অন্যদিকে ভারী বৃষ্টির জেরে জেরবার গোটা উপকূলবর্তী এলাকা৷ ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের আটটি ব্লক৷

হাওয়া অফিস নিয়েছে, এই মুহূর্তে সাগরদ্বীপে ঢুকে বাংলার বাকি অংশের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়৷ প্রায় ১৩ কিলোমিটার বিস্তৃত রয়েছে ঘূর্ণিঝড়ের বলয়৷ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে এগিয়ে আসছে বুলবুল৷ স্থলভাগের আছড়ে পড়ার সময় কিছুটা শিক্তি ক্ষয় হয়েছে ঘূর্ণিঝড়ের৷ টানা ন’ঘণ্টা ধরে দুর্যোগ থাকবে বলে জানানো হয়েছে৷ ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় বলয় অতিক্রম করতে সময় নেবে দু’ঘণ্টা৷ ফলে দু’ঘণ্টা ধরে ঝড়ের তাণ্ডব থাকার আশঙ্কা থেকেই যাচ্ছে৷

অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নবান্নের কন্ট্রোল রুমে হাজির হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে দুর্যোগ পরিস্থিতি দেখে দমদম বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ পাঠানো হয়েছে৷ এখনও পর্যন্ত উপকূলবর্তী এলাকা থেকে দেড়লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =