মদ্যপ অবস্থায় দিঘায় উল্লাস? সুদিন এখন অতীত

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘার পর্যটকদের দুর্ঘটনার কবলে পড়া রুখতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল জেলা পুলিশ৷ বুলবুলের পর ৪৮ ঘণ্টা সমুদ্রস্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন৷ সেই নিষেধাজ্ঞা শিথিল করেছে প্রশাসন৷ প্রাকৃতিক দুর্যোগ বুলবুলের কারণে শনিবার থেকে সোমবার পর্যন্ত সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন৷ কিন্তু, সেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মদ্যপ অবস্থায়

883233d6d9c586c8713071e8d05c0d56

মদ্যপ অবস্থায় দিঘায় উল্লাস? সুদিন এখন অতীত

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘার পর্যটকদের দুর্ঘটনার কবলে পড়া রুখতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল জেলা পুলিশ৷ বুলবুলের পর ৪৮ ঘণ্টা সমুদ্রস্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন৷ সেই নিষেধাজ্ঞা শিথিল করেছে প্রশাসন৷ প্রাকৃতিক দুর্যোগ বুলবুলের কারণে শনিবার থেকে সোমবার পর্যন্ত সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন৷ কিন্তু, সেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মদ্যপ অবস্থায় সমুদ্রে নেমে পর্যটকদের মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের৷ জারি হয়েছে নিষেধাজ্ঞা৷

জানা গিয়েছে, মৃত পর্যটক মদ্যপ অবস্থায় সমুদ্রে নেমেছিলেন৷ আর এই ঘটনা এড়াতে সোমবার সকাল থেকেই মানুষকে সচেতন করার কাজ শুরু করেছে পুলিশ৷ পর্যটকদের জানিয়ে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে আটক করা হতে পারে৷ সঙ্গে চলছে নজরদারি৷

দিঘায় মদ্যপ পর্যটকদের দৌরাত্ম্য রুখতে ইতিমধ্যেই ব্রেথ অ্যানালাইজার মিটার দিয়ে পর্যটকদের ধরার অভিযানের নামল দিঘা পুলিশ৷ এতদিন মদ্যপ গাড়িচালককে ধরতে ট্রাফিক বিভাগ কর্মরত পুলিশকর্মীরা এই মিটার ব্যবহার করতেন৷ কিন্তু, এখন দিঘার সৈকত বিভিন্ন স্নানঘাটে যাওয়া রাস্তায় ওই মেশিন নিয়ে পর্যটকদের পরীক্ষা করছেন পুলিশকর্মীরা৷

পুলিশ সূত্রে খবর এই অভিযানে একজনকে আটক করা হয়েছে৷ জানা গিয়েছে, মদ্যপদের তাণ্ডব কমাতে এই অভিযান আগামী দিনেও চলবে৷ প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানা হতে পারে পর্যটকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *