কলকাতার আকাশে টাকার বৃষ্টি, কুড়োতে হুড়োহুড়ি জনতার

কলকাতা: কথায় আছে, টাকা ওড়ে আকাশে৷ কিন্তু সেই প্রবাদ বাক্য কে কার্যত সত্যি করে এবার শহর কলকাতার আকাশে উড়ল টাকা৷ ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতল থেকে ওড়াল হল কয়েক কোটি টাকা৷ আয়কর দপ্তরের অভিযানের সময় টাকাগুলি ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান৷ জানা গিয়েছে, আজ দুপুরে ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের নীল-সাদা একটি বহুতলের ছ’তলের

f5b3cc5abb30777db59c0e45b613b684

কলকাতার আকাশে টাকার বৃষ্টি, কুড়োতে হুড়োহুড়ি জনতার

কলকাতা: কথায় আছে, টাকা ওড়ে আকাশে৷ কিন্তু সেই প্রবাদ বাক্য কে কার্যত সত্যি করে এবার শহর কলকাতার আকাশে উড়ল টাকা৷ ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতল থেকে ওড়াল হল কয়েক কোটি টাকা৷ আয়কর দপ্তরের অভিযানের সময় টাকাগুলি ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান৷

জানা গিয়েছে, আজ দুপুরে ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের নীল-সাদা একটি বহুতলের ছ’তলের জানালা দিয়ে টাকা ফেলা হয়৷ টাকার উৎস কী? এত টাকা এল কোথা থেকে? কারা টাকাগুলি ফেলল তা নিয়ে মুখে কুলুপ আবাসনের বাসিন্দাদের৷

কলকাতার আকাশে টাকার বৃষ্টি, কুড়োতে হুড়োহুড়ি জনতার

২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের বহুতল থেকে টাকা উড়ানোর ছবি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল৷ কখনও উড়ে আসছে বান্ডিল বান্ডিল টাকা৷ কখনও ফেলা হয়েছে ২০০০ টাকা, ৫০০ টাকার নোট৷ ফেলা হয়েছে ১০০ টাকার বেশ কয়েকটি বান্ডিল৷

বহুতল থেকে ওড়ে আসা টাকার কোড়াতে নিচে হুড়োহুড়ি৷ তবে কারা টাকা ফেলেছে? মুখ খুলতে চাইছেন না নিরাপত্তাকর্মী থেকে ওই আবাসনের বাসিন্দারা৷ জানা গিয়েছে, ওই আবাসনে বেশ কিছু অফিস রয়েছে৷ সেখান থেকেই টাকা ওড়ানো হয়েছে বলে অনুমান৷ জানা গিয়েছে, আজ দুপুরে ওই আবাসনে অভিযান চালায় আয়কর দপ্তর৷ সন্ধ্যা পর্যন্ত চলে আয়কর অভিযান৷ আয়কর হানা দেওয়ার আগেই টাকা ওড়ানো হয় বলে অনুমান৷ বহুতল থেকে টাকা ওড়ানোর খবরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের মূল গেট৷ জানা গিয়েছে, ওই বাড়ি থেকে সাড়ে তিন লক্ষ ৭৪ হাজার টাকা ওড়ানো হয়েছে৷ ৬০১ ও ৬০২ নম্বর ঘর অফিস থেকে ওই টাকা ফেলা হয় বলে খবর৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *