সার্জেন্টের হাতে আক্রান্ত উবর চালকের চিকিৎসার খরচ নিচ্ছে পুলিশ!

কলকাতা পুলিশের হাতে আক্রান্ত উবের চালক৷ ভর্তি হাসপাতালে৷ কলকাতা পুলিশের হাতে উবের চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করে বিক্ষোভ কলকাতা ওলা-উবার অ্যাপ ক্যাব অপারেটর ও চালক ইউনিয়ন৷ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে ডেপুটেশন অ্যাপ ক্যাব সংগঠনের৷ এদিনের এই প্রতিবাদ কর্মসূচি বিষয়ে সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সহ সম্পাদক

c29ad6bbe5aa985f0805b4a294a7b862

সার্জেন্টের হাতে আক্রান্ত উবর চালকের চিকিৎসার খরচ নিচ্ছে পুলিশ!

কলকাতা পুলিশের হাতে আক্রান্ত উবের চালক৷ ভর্তি হাসপাতালে৷ কলকাতা পুলিশের হাতে উবের চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করে বিক্ষোভ কলকাতা ওলা-উবার অ্যাপ ক্যাব অপারেটর ও চালক ইউনিয়ন৷ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে ডেপুটেশন অ্যাপ ক্যাব সংগঠনের৷

এদিনের এই প্রতিবাদ কর্মসূচি বিষয়ে সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সহ সম্পাদক মহম্মদ মনু ও সঞ্জিব বোস জানিয়েছেন, ‘‘গত ২২ নভেম্বর রাত ৮টা নাগাদ আকাশবানী ভবনের সামনে এক উবের চালককে কলকাতা পুলিশের কর্মরত এক ট্রাফিক সার্জেন্ট বেপরোয়া মারধর করেন৷ মারধরের পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালিও করেন ওই পুলিশ কর্মী৷ উবের চালক রাহুল শর্মাকে বাঙুর হাসপাতালে চিকিৎসা করানো হয়৷ অসুস্থতার কারণে গত ৩ দিন তিনি কাজে যোগ দিতে পারেননি তিনি৷ এই ঘটনার প্রতি বাদে আমরা সংগঠনের তরফে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে হেয়ার স্ট্রিট থানায় ডেপুটেশন দেওয়া হয়৷’’

নেতৃত্বের দাবি, ‘‘আলোচনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি তদন্ত করে ১ সপ্তাহের মধ্যে অভিযুক্ত অফিসারকে চিহ্নিত করা হবে৷ নেওয়া হবে নির্দিষ্ট ব্যবস্থা৷ পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হল, তা সংগঠনের প্রতিনিধিদের জানানো হবে৷ উবের চালক রাহুল শর্মার চিকিৎসার সমস্ত খরচ কলকাতা পুলিশ ব্যবস্থা করবে৷ আগামী এক সপ্তাহের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে সংগঠনের তরফে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *