কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজপথে নেমে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিক্ষোভকারীদের সতর্ক করে আন্দোলন চালিয়ে যাওয়ারও বার্তা দিয়েছেন মমতা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথে নেমে যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে ফের সরব হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকর৷
আজ রাজপথে দলীয় কর্মীদের শপথবাক্য পাঠ করিয়ে জানান, বাংলায় CAA ও NRC হবে না৷ আমরা সবাই নাগরিক৷ প্রশ্ন তোলেন, নতুন করে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার কী আছে৷ যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, কিংবা সরকার ভেঙে দেওয়া হয়, তাতেও এই প্রতিবাদ আন্দোলন জারি থাকবে বলেও সাফ ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দিয়েছেন, সরকার ফেলে দিলেও নাগরিকত্ব সংবিধান বিরোধী আইন কার্যকর হবে না৷ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে বলেও জানান মমতা৷
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর রাজপথে নেমে নামার প্রসঙ্গে টুইটারে রাজ্যপাল লিখেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের সমাবেশ নিয়ে আবস্থান আমি উদ্বিগ্ন৷ এটা অসাংবিধানিক৷ বাংলার বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, এই অসাংবিধানিক ও উত্তেজনা সৃষ্টিকারী আচরণ থেকে বিরত হোন৷ বাংলার অশান্ত পরিস্থিতি যাতে উন্নতি হয়, তার দিকে নজর দিন৷