ওয়াশিংটন: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন আন্দোলনের সঙ্গে স্যোশাল সাইট নিয়ে এক নতুন আন্দোলনের বার্তা জুড়ে দিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ৷ ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণের কথা উল্লেখ করে এবার ফেসবুক থেকে সরে যাওয়ার হুমকি ১৬ বছর বয়সী জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ’র৷ এবিষয়ে ফেসবুকের ওপর চাপ তৈরি করতে তার ফলোয়ারদেরও আহ্বান জানিয়ছেন তিনি৷
ফেসবুকের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় স্যোশাল সাইটে অপ্রীতিকর বক্তব্য, সত্যতা যাচাইয়ে অস্বচ্ছতা, মিথ্যে প্রচার, ধারাবাহিক ষড়যন্ত্র, প্রাণনাশের হুমকি, গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ ছাড়াও একগুচ্ছ বিষয় নিয়ে ক্ষুব্ধ এই ‘নেক্সট জেনারেশন লিডার’৷ তবে চাইলে ফেসবুক কর্তৃপক্ষ এই সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারে বলেও আশা প্রকাশ গ্রেটা’র৷ ফলোয়ারদের উদ্দেশ্যে তার বার্তা, ‘‘আমরা পরিবর্তন চাইলে, পরিবর্তন আসবেই৷’’
২৫ অক্টোবর নিজের ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন প্রতিবাদী এই কিশোরী৷ হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার একটি নিউজ রিপোর্টের সেই ভিডিওতে দেখা যাচ্ছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে যুক্তরাষ্ট্র সংসদের উভয় পক্ষ থেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে৷
সুইডেনের গ্রেটা থানবার্গ মাত্র ১৫ বছর বয়সেই জলবায়ু কর্মী হিসেবে বিশ্বে পরিচিতি পান৷ ২০১৮ সালের নভেম্বরে তিনি জলবায়ু পরিবর্তনের সচেতনতা গড়ে তুলতে স্কুলে অবরোধের ডাক দেন এবং সেই বছরই জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখার সুযোগ পান৷ এরপর ব্যক্তিগতভাবে প্রতিবাদ শুরু করেন গ্রেটা যা স্যোশাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়৷ ২০১৯ সালের ১৫ মার্চ ১১২টি দেশের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী তার ডাকে সাড়া দিয়ে জলবায়ু প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে৷