কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারকে অভিনন্দনের বন্যায় ভাসাতে শহর কলকাতার রাজপথে নামল বঙ্গ বিজেপি৷ আজ সোমবার কলকাতাজুড়ে বিজেপির মহা মিছিলে হুড খোলা জিপের দাঁড়িয়ে অভিনন্দন বন্যায় সামিল সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগতপ্রকাশ নাড্ডা৷ মিছিলে দক্ষিণবঙ্গের লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন বলে বিজেপি নেতৃত্বের দাবি৷ অন্যদিকে, নাগরিক আইনের প্রতিবাদে মহামিছিলে পা মিলিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই৷ দুই দলের মিছিলের থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে মোয়াতেন বিশাল পুলিশ বাহিনী৷
বিজেপির তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের পর আগামিকাল উত্তরবঙ্গে রয়েছে আরও একটি মিছিল৷ ওই মিছিলে থাকছেন না নাড্ডা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ৷
সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের দিকে দিকে অশান্তি ছড়িয়ে পড়েছে৷ দিলীপের বক্তব্য, কারা অশান্তি করছে তা বোঝাই যাচ্ছে৷ বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারীরাই অশান্তি করছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন৷ পশ্চিমবঙ্গের মতো এত শান্ত এবং নিষ্ক্রিয় পুলিশ কোথাও দেখা যাবে না৷