১ হাজারেরও বেশি কর্মী নিয়োগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের

বেকারত্ব দূরীকরণে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এগিয়ে৷ এই পরিসংখ্যান খোদ কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের৷ এই লক্ষ্যে নতুন বছরে আরও এক বড়সড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের৷ এক হাজারেরও বেশি কর্মী নিয়োগের পথে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷

কলকাতা: বেকারত্ব দূরীকরণে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এগিয়ে৷ এই পরিসংখ্যান খোদ কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের৷ এই লক্ষ্যে নতুন বছরে আরও এক বড়সড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের৷ এক হাজারেরও বেশি কর্মী নিয়োগের পথে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷

এরমধ্যে  বেশিরভাগই  মেডিক্যাল টেকনোলজিস্ট এবং হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার বা এইচএমও৷ মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ হবে ৯১০ জন এবং হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার (এইচএমও) পদে ২৪৩ জন৷ এছাড়াও  আয়ুর্বেদিক লেকচারার পদে  ২৬ জন৷ ফিজিওথেরাপিস্ট পদে ৩২ জন, ফার্মাসিস্ট পদে ১৬ জন এবং রেডিয়েশন সেফটি অফিসারের পদে ৩২ জন কর্মী নিয়োগ করতে চলেছে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড৷  অধিকাংশ ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়া হবে অনলাইনে৷

রেজিস্ট্রেশন শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া চলবে ২০২০-র  ২২ জানুয়ারি (কর্মী ভেদে) পর্যন্ত৷ ফর্ম ফিলাপের ক্ষেত্রে  ৭ জানুয়ারি, ২০ জানুয়ারি এবং ২৯ জানুয়ারি এই তিনটি দিন নির্দিষ্ট করা হয়েছে৷ তবে এবিষয়ে পরবর্তী কালে নির্দেশিকা দেওয়া হবে৷  স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হোমিওপ্যাথিক ক্ষেত্রে এইচএমও নিয়োগ করা হচ্ছে অন্তত ১০ বছর পর৷ পাশাপাশি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে এই প্রথমবার একসঙ্গে ৭২ জন ওটি টেকনোলজিস্ট নিয়োগ করা হচ্ছে৷

গোটা রাজ্যে সরকারি হাসপাতালগুলোতে কর্মীর অভাবে অব্যাবস্থার অভিযোগ উঠেছে বহুবার৷ ফলে স্বাস্থ্যক্ষেত্রে একসঙ্গে এই বিপুল সংখ্যক পদে নিয়োগের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূলপন্থী ওয়েস্টবেঙ্গল প্রোগ্রেসিভ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম রাজ্য সম্পাদক সমিত মণ্ডল৷

তিনি বলেন এরপর অপট্রোমেট্রিস্ট, ডায়াবেটোলজিস্ট, নিউট্রিশনিস্ট ইত্যাদি পদেও যেন শীঘ্রই নিয়োগ শুরু হয় সে বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে৷ প্রায় ১২বছর পর হোমিওপ্যাথিতে সরকারি  চিকিৎসক নিয়োগের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পিডিএফ হোমিওপ্যাথিক শাখার শীর্ষকর্তা শ্যামল মুখোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *