বছর শেষে শিক্ষকদের জন্য সুখবর, নয়া বেতন কাঠামোর বিজ্ঞপ্তি রাজ্যের

শিক্ষকতার কাজে নিযুক্ত পার্ট টাইম, কনট্রাকচুয়াল, হোল টাইম, গেস্ট টিচার/লেকচারার প্রত্যেককে ‘স্টেট এডেড কলেজ টিচারে’ র মান্যতা দেওয়ার পাশাপাশি সরকারি নতুন নিয়ম অনুসারে সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল৷ এবার নতুন বছরে এই প্রক্রিয়াই কার্যকর করছে রাজ্য সরকার৷

কলকাতা: শিক্ষকতার কাজে নিযুক্ত পার্ট টাইম, কনট্রাকচুয়াল, হোল টাইম, গেস্ট টিচার/লেকচারার প্রত্যেককে ‘স্টেট এডেড কলেজ টিচারে’ র মান্যতা দেওয়ার পাশাপাশি সরকারি নতুন নিয়ম অনুসারে সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল৷ এবার নতুন বছরে এই প্রক্রিয়াই কার্যকর করছে রাজ্য সরকার৷ ২০১৯ সালের ১৩ আগস্ট পর্যন্ত সরকারি এবং সরকারি সহায়তা প্রাপ্ত স্কুল-কলেজগুলোতে নিযুক্ত এই শিক্ষকদের কাজের শর্ত, সরকারি সুযোগ সুবিধা এবং পুনর্বিন্যাস্ত বেতনক্রম সহ নির্দেশিকা প্রকাশ করল রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর৷

নির্দেশিকা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অনুসারে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সহ কলেজ টিচার হিসেবে নিযুক্ত সেই সমস্ত পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল হোল টাইম টিচার এবং গেস্ট টিচারদের স্টেট এডেড কলেজ টিচার হিসেবে কার্যকাল ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে বিভাগ ও বেতনক্রম-

১.স্টেট এডেড কলেজ টিচার, ক্যাটাগরি-১ : ১০ বছরের কম সময় কাজে নিযুক্তদের ক্ষেত্রে বেতন ন্যূনতম ৩১,০০০ টাকা৷ ১০ বছর ও এর বেশি সময় ধরে কাজের নিযুক্তদের ক্ষেত্রে বেতন ন্যূনতম ৩৫,০০০ টাকা৷

২.স্টেট এডেড কলেজ টিচার, ক্যাটাগরি -২: ১০ বছরের কম সময় কাজে নিযুক্তদের ক্ষেত্রে বেতন ন্যূনতম ২০,০০০ টাকা৷ ১০ বছর ও এর বেশি সময় ধরে কাজের নিযুক্তদের ক্ষেত্রে বেতন ন্যূনতম ২৫,০০০ টাকা৷

প্রত্যেক বছর ১লা জুলাই, এই শিক্ষকদের বেতন মোট বেতনের ৩% হারে বাড়ানো হবে৷ সরকার স্বীকৃত পার্ট টাইম টিচার এবং কন্ট্রাকচুয়াল হোল টাইম টিচার যারা বর্তমানে উচ্চহারে বেতন পাচ্ছেন তাদের বেতন সুরক্ষিত থাকবে৷ সরকারি হিসেবে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা যদি ন্যূনতম ১০ বছরের জন্যও কাজে নিযুক্ত থাকেন, সেক্ষেত্রে ৬০ বছর বয়সে তারা ৫ লক্ষ টাকা পাবেন৷

শিক্ষকদের আর্থিক সুবিধার বিষয়টি কার্যকর হবে ১  জানুয়ারি ২০২০ থেকে৷ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন নির্ধারিত যোগ্যতার নিরিখে ক্যাটাগরি -২ এর শিক্ষকদের ক্যাটাগরি -১ এর মর্যাদা দেওয়া হবে৷ নির্ধারিত যোগ্যতা প্রাপ্তির দিন থেকেই৷

নির্দেশিকা অনুযায়ী ক্যাটাগরি -১ ও ক্যাটাগরি -২ এর সমস্ত শিক্ষকদের ক্লাস নেওয়ার পাশাপাশি  পরীক্ষা সহ সংশ্লিষ্ট অন্যান্য কাজ মিলিয়ে  সপ্তাহে ১৫ ঘন্টা কাজ বাধ্যতামূলক৷ ‘স্টেট এডেড কলেজ টিচার’রা স্বাভাবিক নিয়ম অনুসারে ৬০ বছর পর্যন্ত কাজে নিযুক্ত থাকবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *