কলকাতা: উচ্চশিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তির অধীনস্থ কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে৷ ২০২০-র ২,৩, ৬,৭,৮ জানুয়ারিতে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে৷ ২০১৯-এর ২৪ ডিসেম্বর থেকে কমিশনের ওয়েবসাইট pscwbapplication.in থেকে ই-কল লেটার ডাউনলোড করা যাচ্ছে৷
প্রার্থী তালিকা অনুযায়ী ইন্টারভিউর জন্য ডাকা হলে অনেক ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হতে হয় প্রার্থীদের৷ এই বিভ্রান্তি কাটাতে আগাম ঘোষণা করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন৷ ঘোষণা অনুযায়ী কোন প্রার্থীর ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করতে অসুবিধে হলে সেক্ষেত্রে ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা ডাউনলোড করে নিলেই হবে৷
ইন্টারভিউর দিন ওই তালিকা কমিশনের অফিসে দেখাতে হবে৷ সঙ্গে নিতে হবে নির্দিষ্ট পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আবশ্যিক নথি৷ যেমন, নিজের দুটি ফটো সহ সংশাপত্রের অরিজিনাল কপি এবং নিজের হস্তাক্ষর করা ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র৷