নয়াদিল্লি: সুশাসনের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা৷ তালিকায় শীর্ষে দক্ষিণী রাজ্যগুলি৷ এমনই তথ্য প্রকাশ করেছে কেন্দ্র৷
‘গুড গর্ভনেন্স ইনডেক্সে’ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শিক্ষা থেকে স্বাস্থ্য, আর্থিক বৃদ্ধি থেকে পরিবেশের মতো বিষয়গুলির তালিকার উপরের দিকে রয়েছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য৷
প্রায় প্রতিটি মাপকাঠিতে শীর্ষে তামিলনাড়ু৷ এর পর রয়েছে মহারাষ্ট্র৷ পাঁচটি বিষয়ে মহারাষ্ট্র শীর্ষে৷ এরপর কর্ণাটক৷ রয়েছে ছত্তিশগড়৷ এবার অন্ধ্রপ্রদেশ ও গুজরাত৷ তালিকায় শেষে ওড়িশা, বিহার, গোয়া, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড৷
কেন্দ্রীয় সরকারের এই তালিকায় পরিবেশ সহ বেশ কয়েকটি মাপকাঠিতে অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে বাংলা৷ কমপক্ষে ৫০টি মাপকাঠির ভিত্তিতে গোটা দেশজুড়ে তালিকা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর৷ শিক্ষা, স্বাস্থ্যের মতো পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলা ও কেরলের অবস্থান বেশ ভালো বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷