ISIS প্রধান বাগদাদির মৃত্যু নিশ্চিত করল মার্কিন সেনা

ওয়াশিংটন: অবশেষে সব জল্পনার অবসান৷ নিহত কুখ্যাত আইএস জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি৷ আমেরিকার বায়ুসেনার রুদ্ধশ্বাস আক্রমণের পরই বিশেষ সূত্রে এই খবর প্রকাশিত হয়৷ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একটি ট্যুইটও করেছেন৷ সূত্রের তথ্য অনুযায়ী সিরিয়ায় ইদলিব প্রদেশে যেখানে বাগদাদি গা ঢাকা দিয়েছিল সেখানেই তার মৃত্যু হয়৷ তবে মার্কিন বায়ুসেনার বিমান হামলায় তার

7e9abb8500af65b18950e75f32cd58c8

ISIS প্রধান বাগদাদির মৃত্যু নিশ্চিত করল মার্কিন সেনা

ওয়াশিংটন: অবশেষে সব জল্পনার অবসান৷ নিহত কুখ্যাত আইএস জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি৷ আমেরিকার বায়ুসেনার রুদ্ধশ্বাস আক্রমণের পরই বিশেষ সূত্রে এই খবর প্রকাশিত হয়৷ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একটি ট্যুইটও করেছেন৷ সূত্রের তথ্য অনুযায়ী সিরিয়ায় ইদলিব প্রদেশে যেখানে বাগদাদি গা ঢাকা দিয়েছিল সেখানেই তার মৃত্যু হয়৷ তবে মার্কিন বায়ুসেনার বিমান হামলায় তার মৃত্যু হয়েছে কিনা সেবিষয়ে নিশ্চিত কিছুই জানা যায়নি৷

ISIS প্রধান বাগদাদির মৃত্যু নিশ্চিত করল মার্কিন সেনা

অন্য একটি সূত্রে জানা যাচ্ছে মার্কিন সেনার হাতে ধরা না দিয়ে নিজেই আত্মঘাতী হয়েছে এই আইএস প্রধান৷ তাঁর দুই স্ত্রী-ও আত্মঘাতী হয়েছে৷ তবে তার সন্তানরা এখনও জীবিত আছে বলেই সূত্রের খবর৷ সম্প্রতি সিরিয়া থেকে নিজেদের সেনা তুলে নেওয়ার পাশাপাশি জঙ্গি সংগঠন আইএসআইএস কে নিঃশেষ করার জন্য আমেরিকা কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছিল৷ সেই পদক্ষেপের পরই এই সাফল্য বলে মনে করা হচ্ছে৷

ISIS প্রধান বাগদাদির মৃত্যু নিশ্চিত করল মার্কিন সেনা

২০১৪ থেকেই আমেরিকা ও ইউরোপের সেনাবাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল এই জঙ্গি প্রধান৷ সূত্রের খবর, নিজের জঙ্গি মূলক কাজকর্মের পাশাপাশি আল-কায়েদার মত জঙ্গি দলগুলোকেও সাহস যোগাতো বাগদাদি৷ তাঁর কথায় অনুপ্রেরণা পেত ছোটখাটো জঙ্গি গোষ্ঠীগুলো৷ তদের প্রয়োজনীয় অস্ত্রের যোগানও দিতে বাগদাদির জঙ্গি সংগঠনের সদস্যরা৷ বিমান অপহরণ, বিভিন্ন জায়গায় একেরপর এক ছোটবড় ধ্বংসাত্মক হামলা চালিয়ে আমেরিকা ও ইউরোপ প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছিল বাগদাদির দল৷ তার ইশারায় ইরাক ও সিরিয়া সহ ২৯টি দেশে অন্তত ১৪০টি জঙ্গি হামলায় এপর্যন্ত প্রায় ২০৪৩ জনের মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *