বাংলায় হোক PSC-র নিয়োগ পরীক্ষা, দাবিতে বিক্ষোভ প্রার্থীদের

ডব্লিউবিসিএস-সহ অন্যান্য রাজ্য সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও করতে হবে, চাকরির পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করতে হবে এই দাবি সহ চাকরিপ্রার্থীদের একাধিক দাবি নিয়ে ফের পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দ্বারস্থ হল ‘পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ’৷ সংগঠনের সদস্যেরা মঙ্গলবার পিএসসি-র চেয়ারম্যান দেবাশিস বসুর সঙ্গে দেখা করে ওই দাবি জানান৷

কলকাতা: ডব্লিউবিসিএস-সহ অন্যান্য রাজ্য সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও করতে হবে, চাকরির পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করতে হবে এই দাবি সহ চাকরিপ্রার্থীদের একাধিক দাবি নিয়ে ফের পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দ্বারস্থ হল ‘পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ’৷ সংগঠনের সদস্যেরা মঙ্গলবার পিএসসি-র চেয়ারম্যান দেবাশিস বসুর সঙ্গে দেখা করে ওই দাবি জানান৷

তাঁদের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে- ফুড এসআই মিসলেনিয়াস অডিট সার্ভিস ২০১৭-র পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করতে হবে৷ পরীক্ষাগুলির স্বচ্ছতার স্বার্থে পরীক্ষার পরে উত্তরপত্র প্রকাশ করতে হবে, পরীক্ষার্থীকে মূল্যায়িত উত্তরপত্র দেখাতে হবে৷ ইকনোমিকালি রিজার্ভ সেকশন জেনারেল ক্যাটাগরির জন্য কোন কোন পোস্ট সংরক্ষিত হবে তা নির্দিষ্ট করতে হবে৷ নতুন বছরের শুরুতে সরকার এই সংক্রান্ত কোনো শিডিউল না দিলে ফেব্রুয়ারি মাসে রাজ্য শ্রম দফতরের চিঠিও দেবে সংগঠন৷ দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও পরীক্ষা কেন্দ্র রাখতে হবে৷

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পিএসসিতে নিয়োগের ক্ষেত্রে এত অসুবিধার জন্য সরকারকেই দায়ী করছে পিএসসি কর্তৃপক্ষ৷  নিয়োগের ক্ষেত্রে লোক কম থাকায় নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলেই দাবি পিএসসি কর্তৃপক্ষের৷ তবে সংগঠনের মঞ্চের সদস্যদের বক্তব্য,পিএসসি-র চেয়ারম্যান তাঁদের দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *