কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গ 'নেটবন্দি' দশা দেখেছে। সারা ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ইন্টারনেট বন্ধ হলেও পশ্চিমবঙ্গে সচরাচর এই ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটে গিয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজোড়া প্রতিবাদের মাঝে এই রাজ্যে প্রতিবাদের নামে তাণ্ডব চলছিল। সেই সঙ্গে ভুয়ো খবর বা ফেক নিউজের কালো থাবা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ৬টি পূর্ণ বা আংশিকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে হয়। সরকার যা করেছে, ঠিকই করেছে। কারণ ভয় থেকেই ভয় জন্ম নেয়। গুজব, সেই ভয়কে বাড়িয়ে নিয়ে যায় দিনে দিনে।
কিন্তু, কোনও কিছুই অতিরিক্ত পরিমানে হয়ে গেলে তা আশঙ্কার মাত্রা ছাড়ায়। ইন্টারনেট বন্ধের মূল কারণ হল ভুয়ো খবর। সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যক্তি ভুয়ো খবর ছড়াচ্ছে। কিন্তু, ইন্টারনেট বন্ধের ফলে কোটি-কোটি টাকার খেসারত দিতে হচ্ছে শিল্পমহলকে। কিছু অসাধু ব্যক্তির কু-অভ্যাসের জন্য সরকারের ইন্টারনেট বন্ধের যাঁতাকলে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে সৎ-উদ্যোগ। ভবিষ্যতে রাজ্য সরকার ইন্টারনেট বন্ধ করে কোনও পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চয় চিন্তা করবে। অনেক সময় অতিরিক্ত ওষুধ প্রয়োগের ফলে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। এই রাজ্য তো আর জম্মু কাশ্মীর নয়।