কলকাতা: ইউজিসির সপ্তম বেতনক্রম ঘোষণা হলেও তা কার্যকর হবে আগামী পয়লা জানুয়ারি থেকে৷ কিন্তু বকেয়া দেওয়ার বিষয়ে সেই রকম কোনও সদুত্তর মিলছে না৷ ওয়েবকুপার সভায় সংগঠনের সদস্যরা শিক্ষামন্ত্রীর কাছে বকেয়া মোটানোর দাবি জানান৷ কিন্তু তা যে সরকার এখনই দিতে পারবে না তা স্বীকার করে নিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
সাফ জানিয়ে দিয়েছেন, ১৮ হাজার কোটি টাকা লাগবে এই বকেয়া মেটাতে গেলে৷ কেন্দ্র সেই টাকা দিচ্ছে না৷ ফলে, এই মুহূর্তে সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের৷ সংগঠনের সভানেত্রী সুর নরম করে শিক্ষামন্ত্রীর কাছে বকা দেওয়ার আর্জি জানান৷ পরে নিজের বক্তৃতায় অবস্থান কার্যত পরিষ্কার করে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না৷ কেন্দ্র টাকা দিলে শুধু অধ্যাপক কেন, অন্যান্য অতিথি শিক্ষক সহ পার্শ্বশিক্ষকদের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী৷ ফলে এই মুহূর্তে সরকারের কাছে এত টাকা যোগান দেওয়ার অবস্থা নেই বলেও সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রী৷
ফলে পহেলা জানুয়ারি থেকে বেতন বাড়লেও অধ্যাপক মহলে বকেয়া নিয়ে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে৷ কেন্দ্র কবে টাকা দেবে? কবে অধ্যাপকদের ন্যায্য দাবি দাওয়া মিটবে? তা নিয়ে এখন দড়ি টানাটানি শুরু হয়েছে৷