নয়াদিল্লি: মিশন ২০২১৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন৷ আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এবার এগোচ্ছেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ৷ বহিরাগত তকমা ঘুচিয়ে বঙালির মোন পেতে এবার বাংলা ভাষা রপ্ত করছেন অমিত শাহ৷ নিয়োগ করেছেন বাংলা ভাষার শিক্ষক৷
কিন্তু, কেন এই সিদ্ধান্ত? এর পিছনে বেশ কিছু কারণ দেখছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ তাঁদের ধারণা, এমনিতেই অমিত শাহ, মোদিদের বাংলার রাজনীতিতে বহিরাগত তকমা দেওয়া হয়৷ এমনকি, বিজেপি মানেই মূলত হিন্দিভাষীদের দল বলেও কটাক্ষ করে থাকেন বিরোধীরা৷ এবার সেই তকমা ঝেড়ে বাংলার সংস্কৃতি নিজের গায়ে মাখিয়ে আগামী বিধানসভা নির্বাচনের যুদ্ধে নামার প্রস্তুতি শুরু করে দিলেন অমিত শাহ৷
বাংলা ও বাঙালির আবেগ মাখতে ও শাসক তৃণমূলকে প্যাঁচে ফেলতে প্রস্তুত হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ আর সেই লক্ষ্যে রীতিমতো বাংলা ভাষায় শিক্ষক রেখে ভাষা রপ্ত করছেন অমিত শাহ৷
রাজনীতিতে ‘চাণক্য’ বলে পরিচিত অমিত শাহের এহেন কৌশল ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা৷ লোকসভা নির্বাচনের মতো রাজ্যের বিধানসভায় সাফল্য ধরে রাখতে অমিত শাহের বাংলা শেখার চেষ্টা আদৌ কাজে দেবে কি না, তার জবাব দেবে সময়৷
কেননা, নাগরিক আইন থেকে নাগরিকপঞ্জির আতঙ্কে জেরবার বাংলা৷ বাংলা থেকেই উঠেছে সব থেকে বেশি বিরোধিতা৷ ফলে, এই বিতর্ক কীভাবে কাটিয়ে উঠবে বঙ্গ বিজেপি? তা নিয়েই এখন নতুন কৌশল নিচ্ছেন অমিত শাহ৷ বিজেপি নেতৃত্বের দাবি, বাংলা ভাষা রপ্ত করে বাংলার জনতার সঙ্গে কথা বলবেন অমিত শাহ৷ আর সেই টার্গেটে এগোচ্ছে বিজেপি৷