জমি জটে থমকে এশিয়ার বৃহত্তম কয়লাখনি, চরম হুঁশিয়ারি অনুব্রতর

দেউচা পাচামি কয়লাখনি চালু করার ঘোষণা করে গত অক্টোবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, খনির জন্য জমি অধিগ্রহণে সমস্যা হবে না৷ সবাইকে দেওয়া হবে পুনর্বাসন৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও দেউচা পাচামি কয়লাখনি প্রকল্পে এবার পুনর্বাসন জট৷

বোলপুর: দেউচা পাচামি কয়লাখনি চালু করার ঘোষণা করে গত অক্টোবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, খনির জন্য জমি অধিগ্রহণে সমস্যা হবে না৷ সবাইকে দেওয়া হবে পুনর্বাসন৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও দেউচা পাচামি কয়লাখনি প্রকল্পে এবার পুনর্বাসন জট৷

উদ্বোধনের আগেই জমি জটে পরল দেউচা পাচামি কয়লাখনি প্রকল্প৷ পুনর্বাসন বিতর্কে প্রশ্নের মুখে প্রকল্পের ভবিষ্যৎ৷ পুনর্বাসন না দিলে প্রকল্প নয়, সাফ হুঁশিয়ারি সিটুর৷ বাম শ্রমিক সংগঠনের দাবি, প্রকল্প এলাকায় ৩০ হাজার বাসিন্দার পুনর্বাসন নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ ফলে, পুনর্বাসন ছাড়া কোনও ভাবেই খনি করা যাবে না বলেও দাবি উঠতে শুরু করেছে৷

বাম শ্রমিক সংগঠনের এই দাবির পাল্টা দিয়েছেন অনুব্রত মণ্ডল৷ তাঁর দাবি, কেউ যদি বলে প্রকল্প হতে দেবে না, পারলে তাঁরা আটকে দেখান৷ এখানে ১ লক্ষ কর্মসংস্থান হবে৷ প্রকল্প বন্ধ করতে দেব না আমরা৷

ইতিমধ্যেই এই দেউচা পাচামি কয়লা খনির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র৷ দেওয়ানগনজ ও হরিণসিংঘা গ্রামে প্রাথমিক ভাবে কাজ শুরু হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, ২০১৫ সালে ১৭টি কয়লা ব্লককে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক রাজ্যকে বণ্টন করে৷ এই প্রকল্পটি এশিয়ার বৃহত্তম কয়লাখনি হিসাবে উঠে আসতে চলেছে৷ দেউচা পাচামি খনিতে ২১০২ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে৷ এটাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসাবে আত্মপ্রকাশ হওয়ার কথা৷ এই প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা লগ্নি কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, এই প্রকল্পে পরিবেশের ছাড়পত্র মেলেনি বলে অভিযোগ বিজেপির৷

জানা গিয়েছে, প্রায় প্রায় ১২ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুডে এই খনি অবস্থিত৷ প্রকল্প এলাকায় প্রায় ৪০০ পরিবার বসবাস করেন বলে প্রশাসন সূত্রে খবর৷ তার মধ্যে বেশির ভাগ আদিবাসী৷ কিন্তু, এতবড় প্রকল্পে এবার পুর্নবাসন বিতর্ক ঘিরে তৈরি নয়া জট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *