শিলিগুড়ি: বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিরোধীরা পাকিস্তানের ভাষায় কথা বলছেন৷ বিরোধীরা কখনও পাকিস্তানের কথা বলছে না৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদিকে পাকিস্তানের রাষ্ট্রদূত বলেও কটাক্ষ মমতার৷
শিলিগুড়ি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের দাবি, প্রধানমন্ত্রী বলছেন বিরোধীরা পাকিস্তানের সুরে কথা বলছে৷ কিন্তু কেন মোদি পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করছেন৷ প্রধানমন্ত্রীর মুখে একথা সোভা দেয় না বলেও মন্তব্য মমতা৷
বলেন, ‘‘ আমরা পাকিস্তানের কথা শুনতে চাই না৷ প্রধানমন্ত্রী কি পাকিস্তানের রাষ্ট্রদূত?’’ বিজেপি মিথ্যে কথায় পা দেবেন না বলেও মন্তব্য করেন তিনি৷ একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকেই তিনি জানান, ‘‘ভবিষ্যতে ঠিকানা থাকবে কি না সেটা বড় প্রশ্ন৷ আমরা ভবিষ্যত সুরক্ষিত করতেই পথে নামতে বাধ্য হয়েছি৷ আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে৷ এটা আমরা কখনোই মেনে নেব না৷ আমরা আমাদের লড়াই চালিয়ে যাব৷’’
মমতার আরও দাবি, ‘‘খাবার নেই, চাকরি নেই৷ আর বলা হচ্ছে পাকিস্তানের চলে যাও৷ কেন পাকিস্তানের সঙ্গে আমাদের দেশের তুলনা করা হচ্ছে৷ হিন্দুস্থানের সঙ্গে পাকিস্তানের তুলনা করবেন না দয়া করে৷ হিন্দুস্থানের কথা বলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
একই সঙ্গে দলীয় কর্মীদের ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান ভোটার লিস্ট ভালোভাবে মিলিয়ে নিতে হবে৷ না হলে বিপদ৷ কেন্দ্রীয় মন্ত্রীদের একেক সময় একেক রকম বিবৃতি দিচ্ছে বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন কথা বলছে কেন্দ্রের নেতা-মন্ত্রীরা৷ কেন্দ্রের মন্ত্রীদের কথায় বিভ্রান্ত না হওয়ারও বার্তা দিয়েছেন মমতা৷ বলেন, বিজেপি শাসিত রাজ্যে আমাদের আটকানো হয়েছে৷ কিন্তু, এখানে এসে বিজেপি নেতারা মিছিল মিটিং করছেন৷