সপ্তাহ শেষে ফের জাঁকিয়ে শীত বাংলায়, বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহ শেষে ফের জাঁকিয়ে শীত বাংলায়, বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: শীতে শুরুটা হয়েছিল বৃষ্টি দিয়ে সেই ধারা অব্যাহত রেখেই নতুন বছরের শুরুতেই ফের আকাশের মুখ ভার৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকেই বৃষ্টি নেমেছে রাজ্যের জেলাগুলিতে৷ হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পর শনিবার থেকে ধীরে ধীরে কেটে যাবে মেঘ৷ তবে দক্ষিণবঙ্গ বৃষ্টির হাত থেকে রেহাই পেলেও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ৷

শনিবার ৪ জানুয়ারি, হিমালয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ছাড়াও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে, রয়েছে মাঝারি তুষারপাতের সম্ভাবনাও৷ দার্জিলিংয়েও আংশিক তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জেলাতেও বৃষ্টিপাত হতে পারে শনিবার৷  তবে রবিবার ৫ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে৷ ফলে ফের একপ্রস্থ শীতের দাপট দেখবে রাজ্যবাসী৷ রাতের দিকে বাড়বে ঠান্ডা৷

এরপর আগামী তিন দিন অর্থাৎ ৭ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শীতের দাপট৷ এরপর আস্তে আস্তে চড়বে পারদ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারনে এমনিতেই তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে৷ তবে এতে এখনই শীত বিদায় নিচ্ছে এমনটা ভাবার কোনো করণ নেই, বরং এরপর আরও কিছুদিন শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *