রেশন কার্ডে আধার সংযোগের মেয়াদ বাড়াল কেন্দ্র

রেশন কার্ডে আধার সংযোগের মেয়াদ বাড়াল কেন্দ্র

3c3934e29ffba0ac10d135483f2e1fc8

কলকাতা: দুর্নীতি রুখতে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল কেন্দ্র৷ সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ফের একদফায় আধার যংযোগের মেয়াদ বাড়াল কেন্দ্র৷
কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত রেশন গ্রাহকরা রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করতে পারবেন৷ এর আগেও একাধিকবার এই সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র৷ এবার সেই সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দিল কেন্দ্রী৷

ইতিমধ্যেই ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ সেই ব্যবস্থা কার্যকর করতে গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার পরই রেশনে বরাদ্দের চাল-গম সংগ্রহ করা যাবে৷

জানুয়ারি থেকে কেন্দ্রের এই ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু করেছে ১০টি রাজ্য৷ জুন মাসের মধ্যে দেশের সব রাজ্যে তা চালু করতে চাইছে কেন্দ্র৷ তবে, বাংলা কেন্দ্রকে সাফ জানিয়ে দিয়েছে, কেন্দ্রের এই প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকার মানবে না৷ তবে, আধার সংযুক্তিকরণের কাজে রাজ্য তোমন কোনও আপত্তি করেনি৷ সেই কাজ রাজ্যে দ্রুত হারে এগচ্ছে৷ এখনও পর্যন্ত বাংলায় প্রায় ৬ কোটি রেশন গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণ হয়ে গিয়েছে৷ জানুয়ারি মাসের মধ্যে সেই কাজ পুরোপুরি শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে৷

গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়া পাওয়া ৮০ শতাংশের গ্রাহকের আধার নম্বর সংযুক্তকরণের কাজ হয়েছে৷ রেশন দোকানে ই-পস মেশিনও চালু হয়েছে৷ যদিও, রেশনে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন৷ ওই মামলা চললেও নতুন করে কেন্দ্রের নয়া নির্দেশ ঘিরে ক্ষুব্ধ রেশন ডিলারসদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *