‘ধুম-টু’ স্টাইলে প্রদর্শনী থেকে চুরি ২৩ কোটির হীরে, হাবুডুবু খাচ্ছে পুল

টোকিও: অনেকটা ‘ধুম টু’ সিনেমার স্টাইলে গয়না প্রদর্শনী থেকে চুরি গেল প্রায় ২৩ কোটি টাকার হীরে৷ ৫০ ক্যারেটের ওই হীর টোকিওর এক আন্তর্জাতিক জুয়েলারি ট্রেড শোতে রাখা হয়েছিল৷ প্রদর্শনীর জন্য সারাদিন নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা থাকলেও দিনের শেষে দেখা যায় ভোল্ট ভাঙা৷ উধাও বহুমূল্য হীরে৷ উন্নত মানের লেজার সিকিউরিটি বেড়াজাল টপকে কীভাবে চোর চুরি করল,

1e6a0702263e822df929f4cf75199a21

‘ধুম-টু’ স্টাইলে প্রদর্শনী থেকে চুরি ২৩ কোটির হীরে, হাবুডুবু খাচ্ছে পুল

টোকিও: অনেকটা ‘ধুম টু’ সিনেমার স্টাইলে গয়না প্রদর্শনী থেকে চুরি গেল প্রায় ২৩ কোটি টাকার হীরে৷ ৫০ ক্যারেটের ওই হীর টোকিওর এক আন্তর্জাতিক জুয়েলারি ট্রেড শোতে রাখা হয়েছিল৷ প্রদর্শনীর জন্য সারাদিন নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা থাকলেও দিনের শেষে দেখা যায় ভোল্ট ভাঙা৷ উধাও বহুমূল্য হীরে৷

উন্নত মানের লেজার সিকিউরিটি বেড়াজাল টপকে কীভাবে চোর চুরি করল, তা নিয়ে অবশ্য রহস্য ঘনীভূত হয়েছে৷ প্রদর্শনীর নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা অবধি প্রদর্শনীতে অক্ষত ছিল৷ কিন্তু প্রদর্শনী শেষ হওয়ার ঘণ্টাখানিক পর দেখা যায় আর হীরেটি নেই৷ টোকিও পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে৷

তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, শেষ এক ঘণ্টায় কাজটি সেরে ফেলেছে চোর৷ মনে করা হচ্ছে, ভিড়ের সুযোগ নিয়ে হাতসাফাইয়ের কাজটি সেরে ফেলেছে অভিযুক্ত৷ তবে যে এই কাজটি করে থাকুক না কেন, সে যে বেশ দক্ষতা নিয়ে চুরি করেছে তা নিয়ে সন্দেহ নেই পুলিশের৷

জানা গিয়েছে, ২০০ মিলিয়ন ইউরো বা ১.৪ মিলিয়ন ডলার মূল্যের হীরাটি সাইতামা সংস্থার৷ ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ৷ ফুটেছে দেখা গিয়েছে, এক ব্যক্তির খুব কাছে চলে গিয়েছিল বৃহস্পতিবার৷ তাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ ব্যক্তির ছবি প্রকাশ করে খোঁজ চালানো হচ্ছে৷ তবে অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷

দেশ-বিদেশে মোট ৪০টি দেশের জুয়েলারি ব্র্যান্ড এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল৷ সারা বিশ্ব থেকে ১০ হাজারের বেশি পর্যটক প্রদর্শনীতে ভিড় জমিয়েছিলেন৷ দু’দিনে ভিড়ের মধ্যে চোরকে খুঁজে বের করা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছে জাপানের পুলিশ৷ তবে সোর্স রিকগনাইজেশন পদ্ধতি হাতিয়ার করে তদন্তের কিনারা করতে চাইছে জাপানি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *