হাড় কাঁপানো শীতের মধ্যে ফের বৃষ্টির ভ্রূকুটি বাংলায়

হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্যের বিভিন্ন জেলায়৷ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমাঞ্চলে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷  বাঁকুড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ-এ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও সিকিমের কয়েকটি জেলাতেও৷ মেঘলা আকাশ থাকায় বুধবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির জেরে ফের জাঁকিয়ে পড়বে শীত৷

কলকাতা: হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্যের বিভিন্ন জেলায়৷ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমাঞ্চলে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷  বাঁকুড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ-এ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও সিকিমের কয়েকটি জেলাতেও৷ মেঘলা আকাশ থাকায় বুধবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির জেরে ফের জাঁকিয়ে পড়বে শীত৷

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানে ঘূর্ণাবর্তের জেরে দেশের অন্যান্য রাজ্যগুলিতেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে৷ আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডে৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলা বৃষ্টির পূর্বাভাস পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থান, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড জুড়ে ৯ ই জানুয়ারী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস৷

আগামী ১০ জানুয়ারিতেও উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া দফতর৷ মূলত এর ফলেই উত্তরের সমতলে তাপমাত্রা কমতে শুরু করবে এবং আরও কিছুদিন শীতের স্থায়িত্ব বাড়বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *