কৃষ্ণনগর: 'মানবতা'র অনন্য নজির গড়লেন দিলীপ ঘোষ৷ নজিরই বটে৷ সোমবার নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে কৃষ্ণনগরে সভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেই সভার জেরে রাস্তায় আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স৷ আর তারপরই দিলীপ ঘোষের অনন্য 'মানবতা' প্রকাশ্যে আসে৷
প্রকাশ্য সভামঞ্চে দাঁড়িয়ে আম্বুলেন্স আটকানোর মতো এই অমানবিক ঘটনাকে সমর্থন করে বিরক্ত দিলীপ বলেন, ‘‘এখন দিয়ে যেতে দেওয়া যাবে না৷ রাস্তায় লোক বসে রয়েছে৷ ওঁদের ডিস্টার্ব হয়ে যাবে৷ ওদিকে রাস্তা আছে, ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যান৷’’
এরপর অবস্থা বেগতিক দেখে আম্বুলেন্স চালক গাড়ি ঘুরিয়ে অন্যপথে রওনা দেন৷ যদিও তারপরেও শেষ হয়নি রাজ্য সভাপতির মন্তব্য৷ এবার তিনি আম্বুলেন্স-এর দিকে তাকিয়ে বলতে থাকেন, 'এ নাকি তাঁর সভা বানচাল করার পরিকল্পনা ছিল৷' যদিও তাঁর এই মন্তব্যকে সমর্থন করতে পারেননি বিজেপি সমর্থকদের মধ্যেও অনেকেই৷
যদিও নাদিয়ার উত্তর সাংগঠনিক জেলা সভাপতি আশুতোষ পালের দাবি, যে সময় আম্বুলেন্সটিকে ঘোরানো হয়েছে, তখন তাতে কোনও রোগী চিলেন না৷ রোগী থাকলে জায়গা করে দিত দলের ছেলেরাই৷
দিলীপ ঘোষের এই কাণ্ড প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমি স্পষ্ট করে দীলিপ ঘোষকে বলতে চাই, তিনি একটু মানবিক হোন৷ যে কায়দায় তাঁদের মিটিং হচ্ছে, অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে দিতে বলছেন, দিলীপ ঘোষ৷ এটা কিন্তু পশ্চিমবঙ্গ৷ অত সহজ নয়৷ এরপর দেখবেন লোকে সবকিছু ভেঙে দেবে৷ এখানে কি বাহুবলি সিনেমা দেখাচ্ছেন?