কলকাতা: ইকোর্টের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা হলো না৷ বাংলার একটি মাত্র পুরসভাও হাতছাড়া হলো বিজেপি-র৷ কালোটাকা, দেশের আর্থিক দৈন্যতা, সিএএ-র মত একের পর এক ইস্যুতে বর্ধিত বিরোধিতার জোয়ারে এমনিতেই দেশের মানচিত্রে অনেকটাই ফিকে হয়ে এসেছে গেরুয়া৷ তবে এতকিছুর পরেও ২০২১-এ বাংলা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর গেরুয়া শিবির এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে৷ যদিও তার আগে এবছরই রাজ্যের বেশকয়েকটি পুরসভার নির্বাচনে অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হবে তাদের৷ ইতিমধ্যেই পুরসভা আসন সংরক্ষণের নোটিফিকেশন জারি হয়েছে৷ আর তার আগেই এই ধাক্কা৷ ৩৩ জন কাউন্সিলরের পুরবোর্ডে ম্যাজিক ফিগার ১৯ পেয়ে আরও একবার পুরসভা তৃণমূলের দখলে৷ গত শুক্রবার আস্থা ভোটে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি৷ হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার ফের ভাটপাড়া পুরসভায় নতুন করে আস্থা ভোট হয়৷ যদিও এই ভোট বেআইনি বলে দাবি করে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি৷
এই পুরভোটের ফলে অর্জুন সিং-মকুল রায়ের মত তৃনমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া নেতাদের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলে দিল বলাই যায়৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে হঠাৎই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ গেরুয়া পরিবারের সদস্য হওয়ার পর ফিরে এসে দলের প্রার্থী হিসেবে নিজের বিধানসভা কেন্দ্র ভাটপাড়ায় ঢুকতেই পারেননি তিনি৷ তৃণমূলে থাকাকালীন ভাটপাড়ার বিধায়কের পাশাপাশি অর্জুন সিং ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান৷ বিজেপিতে যোগ দেওয়ায় সেই পদও হারান৷ তবে ঘুরে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে সেই তৃণমূলকে হারিয়েই ব্যারাকপুর থেকেই জয়ী হন৷ সেই সঙ্গে রাজ্যের শাসকদলের হাত থেকে উত্তর ২৪ পরগনার চারটি পুরসভা কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি এবং ভাটপাড়ায় দখল নেয় বিজেপি৷ বিস্তীর্ণ এলাকায় রাতারাতি আধিপত্য বাড়ে বিজেপির৷অর্জুন সিংয়ের হাত ধরে সেদিন বিজেপিতে যোগ দিয়েছিলেন শ-পাঁচেক মানুষ৷
শুক্রবার ভাটপাড়া পুরসভায় তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের পর ভোটাভুটিতে ১৯-০ তে বোর্ড দখল করে তৃণমূল৷ এই আস্থা ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় বিজেপি৷ সোমবার শুনানিতে আদালত ফের ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে আস্থা ভোট করার নির্দেশ দেয় ৷ আস্থা ভোট ঘিরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভাটপাড়া থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়৷ মোতায়েন করা হয় বিশাল পুলিসবাহিনী ও র্যাফ৷ এরপর জেলাশাসকের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ শুরু হয় ভোট প্রক্রিয়া৷
ভাটপাড়া পুরসভায় মোট আসন সংখ্যা ৩৫৷ ১ জন কাউন্সিলর সাংসদ হওয়ায় ও ১ জন কাউন্সিলরের মৃত্যুর পর ২টি আসন শূন্য ছিল৷ সেক্ষেত্রে বর্তমানে বোর্ডে আছেন ৩৩ জন কাউন্সিলর৷ এদের মধ্যেই পুরবোর্ডে জয়ের জন্য ম্যাজিক ফিগার ছিল ১৯ যা তৃণমূলের ভাগ্য ফিরিয়েছে৷ এর আগে লোকসভা ভোটের পর অর্জুন সিংয়ের হাত ধরে মোট ২৬ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন৷ তৃণমূলে থেকে যান ৫ জন৷ বাকি একজন ছিলেন সিপিআইএম কাউন্সিলর৷ ফলে বোর্ড হাতছাড়া হয় তৃণমূলের৷ এরমধ্যে গত নভেম্বরে ফের তৃণমূলে ফেরেন ১৪ জন কাউন্সিলর৷ কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ায় ১৯-এ৷ ফলে গেরুয়া শিবিরের ভাঁড়ারে টান পড়ে৷ বিজেপি র কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ায় ১৩-য়৷ এরপরই গত বৃহস্পতিবার চেয়ারম্যানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনে তৃণমূল৷