কলকাতা: বুধবার সকাল থেকেই বামেদের ১৪টি ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘটচলছে৷ দিনের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা, রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ধর্মঘটীরা৷ ফলে ব্যাহত রেল পরিষেবা৷ সড়কপথ অবরোধের জেরে চূড়ান্ত হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা৷ স্কুল কলেজ পড়ুয়ারাও গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হন৷ যদিও ধর্মঘট রুখতে তৎপর রয়েছে রাজ্য প্রশাসন৷ ফলে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, তাই অধিক সংখ্যায় সরকারি বাস নামানো হয়েছে৷
সকাল হতেই যাদবপুর স্টেশনে লাইনে নেমে বিক্ষোভ দেখতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা৷ ফলে সিয়ান্ডা দক্ষিণ শাখায় সকাল থেকেই ব্যাহত হয় রেল চলাচল৷ বেলা বাড়লেও তা স্বাভাবিক হয়নি৷ ঠিক একইভাবে শিয়ালদা-বনগাঁ শাখায় অবরোধের জেরে বন্ধ ট্রেন চলাচল৷ এদিন সকাল ৮ টা নাগাদ বন্ধের সমর্থনে অশোকনগর স্টেশন সংলগ্ন যশোর রোড অবরোধ শুরু করেন৷ রেল লাইনের উপরে বসে পড়ে স্লোগান শুরু করে অবরোধকারীরা৷ যার ফলে একদিকে যেমন আটকে পড়ে শিয়ালদহগামী ট্রেন৷ ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা৷ পাশাপাশি যশোর রোড অবরোধ করায় যান চলাচলের উপরেও প্রভাব পড়ে৷ পাশাপাশি, বারাসত-হৃদয়পুরে স্টেশনের মাঝে রেললাইনের উপর বোমা রাখার অভিযোগ ওঠে ধর্মঘট সমর্থকদের বিরুদ্ধে৷ তার জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল৷ পরে রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’টি কৌটো বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে৷ বারাসত স্টেশনের কারশেড থেকে দু’টি বোমা উদ্ধার৷ দমদমে স্টেশনে বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টার৷
রেল পরিষেবা ব্যাহত করতে মহেশতলার নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে বাটা ব্রিজের তলায় বোমা মেলে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ এবং মহেশতলা থানার পুলিশ৷ শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ধামুয়া ও সংগ্রামপুর স্টেশনে রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেয় ধর্মঘট সমর্থনকারীরা৷ ফলে সকালের দিকে বেশ কিছুক্ষণ এই শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল৷ পাশাপাশি শিয়ালদহ-বজবজ শাখার নুঙ্গি এবং ডায়মন্ড হারবারের মগরাহাট স্টেশনে ট্রেন অবরোধ করেন ধর্মঘটিরা৷ শ্যামনগরেও রেল অবরোধ করে বাম কর্মীরা৷ সেখানেতাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ৷
অন্যদিকে, দমদম মেট্রো স্টেশনে জোর করে ঢোকার চেষ্টা ধর্মঘট সমর্থকদের৷ তবে তাতে বাধা দেন মেট্রো কর্তৃপক্ষ৷ আধিকারিকদের সঙ্গে কথা বলার পর ঘটনাস্থল ছেড়ে চলে যান ধর্মঘটীরা৷ তবে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয় কিছুক্ষনের জন্য৷ ধর্মঘট ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় যাদবপুরে৷ পুলিশের গাড়ি এবং বাসে ব্যাপক ভাঙচুর চালান ধর্মঘট সমর্থকরা৷ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বেশ কয়েক দফা৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ৷ নামানো হয় ব়্যাফ৷ ঘটনাসলে থেকে আটক করা হয় সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী-সহ বেশ কয়েকজনকে৷ এদিকে, এন্টালিতে ধর্মঘটের সমর্থনে মিছিলে পা মেলান বর্ষীয়ান বাম নেতা বিমান বসু৷ধর্মঘট প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, “স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট হচ্ছে, মানুষের সাড়া মিলেছে৷”
ধর্মঘটের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও৷ নাগরকাটার ক্যারন স্টেশনে বিক্ষোভ ধর্মঘট সমর্থকদের৷ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পরে বিভিন্ন লোকাল এবং দূরপাল্লার ট্রেন৷ সমস্যায় পড়েন যাত্রীরা৷ শিলিগুড়িতে জোর করে রাস্তা অবরোধ করায় ১০ জন এসইউসিআই কর্মী-সমর্থককে আটক করে পুলিশ৷ বন্ধ সমর্থকরা জলপাইগুড়ি আদালতের বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা করে৷ কোচবিহারের কাছারি মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ধর্মঘট সমর্থকরা৷ মালদহের রথবাড়িতে বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে ভাঙচুর ধর্মঘট সমর্থনকারীদের৷ ধর্মঘট প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, “ধর্মঘট সমর্থনকারীরাই আসল দেশপ্রেমিক৷”