ফের কল্পতরু মমতা! ১০ হাজার টাকা ভাতা বাড়েলেন মুখ্যমন্ত্রী

ফের কল্পতরু মমতা৷ ২৪তম যাত্রা উৎসবের শিল্পীদের খুশির খবর শুনিয়ে একাধাক্কায় ১০ হাজার ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিবর্তনের সরকার আসের পর রাজ্য সরকার দুঃস্থ যাত্রাশিল্পীদের জন্য ভাতা ব্যবস্থা চালু করে৷ বৃহস্পতিবার যাত্রা উৎসবের উদ্বোধন করে শিল্পীদের ভাতা বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

বারাসত: ফের কল্পতরু মমতা৷ ২৪তম যাত্রা উৎসবের শিল্পীদের খুশির খবর শুনিয়ে একাধাক্কায় ১০ হাজার ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিবর্তনের সরকার আসের পর রাজ্য সরকার দুঃস্থ যাত্রাশিল্পীদের জন্য ভাতা ব্যবস্থা চালু করে৷ বৃহস্পতিবার যাত্রা উৎসবের উদ্বোধন করে শিল্পীদের ভাতা বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, যাত্রা গ্রাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ধারক এবং বাহক৷ যাত্রাশিল্পকে বাঁচাতে প্রতি বছর যাত্রা উৎসবের আয়োজন করে রাজ্য৷ শিল্পের আর্থিক সহায়তা করে সরকার৷ এবার দুঃস্থ যাত্রাশিল্পীদের জন্য বার্ষিক ভাতা ১০ হাজার টাকা বৃদ্ধি করছে রাজ্য৷

এই মুহূর্তে রাজ্য সরকারের ৬৪৪ জন দুঃস্থ যাত্রাশিল্পী রয়েছেন৷ তাঁদের বার্ষিক ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়৷ সেই ভাতা বাড়িয়ে ২৫ হাজার করা হল৷ একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে যাত্রাশিল্পীদের যুক্ত করা হল বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

এদিন যাত্রা উৎসবের মঞ্চ থেকে ৫১টি প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে ৩১১ কোটি ৭৭ লক্ষ টাকা৷ এছাড়াও এদিন মঞ্চ থেকে ২.৫ কোটি টাকার নতুন প্রকল্প চালু করেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *