নয়াদিল্লি: আজ, শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের যন্ত্রণার কাহিনী৷ লক্ষ্মীর নাম-ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন৷ ‘ছপাক’ ছবি ঘিরে সরগরম দেশের রাজনীতি৷ জেএনইউ-কাণ্ডে পাশে দাঁড়ানোর দায়ে দীপাকার ছবি বয়কটের ডাকও দিয়েছে গেরুয়া শিবির৷ এই নিয়ে রাজনীতির উপত্তাপে ঘৃতাহুতি দিল অ্যাসিড হামলা সংক্রান্ত কেন্দ্রের নয়া রিপোর্ট৷
অ্যাসিড হামলা সংক্রান্ত ২০১৮ সালের এনসিআরবি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যোগীর উত্তরপ্রদেশকে হারিয়ে ফের অ্যাসিড হানায় ফের শীর্ষে উঠে এসেছে বাংলা৷ ২০১৬ সালেও প্রথম স্থানে ছিল রাজ্য৷ ২০১৭ সালে একটি ‘খারাপ ফল’ হলেও ২০১৮ সালের সমীক্ষায় তা পুষিয়ে গিয়েছে৷ অ্যাসিড হামলায় ‘সাফল্য’ ধরে রেখেছে বাংলা৷
কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, অ্যাসিড হানায় বাংলার পর রয়েছে যোগীর উত্তরপ্রদেশ৷ ২০১৮ সালের তথ্য বলছে, গোটা বছরে অ্যাসিড হানা হয়েছে ৫০টি৷ উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৪৩৷ তৃতীয় ওডিশা৷ আক্রান্তের সংখ্যা ১৩ জন৷ গোটা দেশে অ্যাসিড হামলার মামলা পড়ে রেয়েছে প্রায় ৯৩.৫ শতাংশ৷
অ্যাসিড হামলা রুখতে সুপ্রিম কোর্ট অ্যাসিড বিক্রি নিয়ে কড়া নির্দেশিকা জারি করে৷ কিন্তু, তার পরও খোলা বাজারে অ্যাসিডতে লাগাম টানা যায়নি বলে অভিযোগ৷ কেন, কে অ্যাসিড কিনছেন, তার তথ্য পুলিশকে দেওয়া কথা থাকলেও তা ঠিকঠাক পালন করা হচ্ছে না বলেও অভিযোগ৷ আর তার জেরে অ্যাসিড হামলা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল৷