কলকাতা: নাগরিক আইন বাতিলের দাবিতে বামেদের বনধের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি বিরোধিতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ বনধের দিনে বাম-কংগ্রেসের বিরুদ্ধে ‘নোংরারাজনীতি’ করার অভিযোগ তুলে দিল্লিতে অবিজেপি শক্তির বৈঠকে যোগ দেবেন না বলে বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, বিরোধীদের দিল্লির বৈঠকে অংশ না নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে রাজভবনে রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
রাজ্য-রাজ্যপাল সংঘাত আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজভবনে বৈঠক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা৷ আগামীকাল কলকাতা বন্দরের দীর্ঘতম পূর্তি অনুষ্ঠানে অংশ নেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, নেতাজি ইন্ডোরে মোদির সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার বন্দরের অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতে পারে তাঁদের৷
জানা গিয়েছে, শনিবার ও রবিবার দু'দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে৷ সূত্রের খবর, শনিবার নরেন্দ্র মোদির সঙ্গে রাজভবনে রুদ্ধদ্বার বৈঠকে থাকতে পারেন মমতা বন্দোপাধ্যায়৷ হতে পারে রাজ্যের পাওয়া-গন্ডা নিয়ে আলোচনা৷ সূত্রের খবর, রাত নটায় রাজভবনে হতে পারে রুদ্ধদ্বার বৈঠক৷ কিন্তু বিরোধীদের ডাকা নাগরিক আইন বিরোধী বৈঠকে অংশ না নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠকের জল্পনা ঘিরে শুরু হয়েছে নয় চর্চা৷ তবে, সরকারি ভাবে এই বৈঠক নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি৷
জানা গিয়েছে, ১১ জানুয়ারি বিকেল পাঁচটায় দমদম বিমানবন্দরে অবতরণ করে উড়ে যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে৷ ওদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী৷ ১১ তারিখ সন্ধ্যা সাতটা নাগাদ মিলেনিয়াম পার্কে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানে অংশ নেবেন৷ এরপর পৌনে আটটা নাগাদ বেলুড়মঠে যাবেন প্রধানমন্ত্রী৷ ১১ তারিখ রাত আটটায় রাজভবনে ফিরে রাত্রিবাস করবেন৷ এর পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে দশটায় কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন৷ ওই দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন৷
অন্যদিকে, আজ বাংলায় আসেন জাহাজ প্রতিমন্ত্রী৷ কলকাতা বন্দরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে নবান্নে হাজির হন কেন্দ্রের জাহাজ মন্ত্রী প্রতিমন্ত্রী৷ বন্দরের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য ব্যক্তিগত স্তরে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেন জাহাজ প্রতিমন্ত্রী৷