কলকাতা: ফের বদলে গেল প্রধানমন্ত্রীর বাংলা সফরসূচি৷ আজ দু’দিনের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী৷ শেষ মুহূর্তে তাঁর সফরসূচিতে বেশ কিছু বদল করা হয়েছে৷ একই সঙ্গে রাজভবনে তাঁর রাত্রিযাপন পর্বেও বদলে ঘটেছে বলে খবর৷
জানা গিয়েছে, আজ বিকেল ৪টের বদলে ৩টে ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পা রাখবেন প্রধানমন্ত্রীর বিশেষ বিমান৷ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির থাকবেন রাজ্যপাল ও ফিরহাদ হাকিম৷ নির্দিষ্ট সময়ের ৪০ মিনিট আগে প্রধানমন্ত্রীর আগমনের জেরে দু’দিনের সব কর্মসূচির এগিয়ে আনা হচ্ছে বলে খবর৷
জানা গিয়েছে, আজ রাতে রাজভবনে থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ কিন্তু, রাজভবনের পরিবর্তে বেলুড় মঠে থাকবেন মোদি৷ বেলুড়ের আন্তর্জাতিক মানের অতিথি নিবাসে থাকবেন মোদি৷ আগামীকাল স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেখানে অনুষ্ঠানে যোগ দেবেন৷ বেলুড়ে করবেন ধ্যান৷
বাংলা ভাষায় টুইট করে মোদি লিখিছেন, (অপরিবর্তিত)‘‘আমি আনন্দিত ও উৎসাহিত যে আজ এবং আগামী কাল আমি পশ্চিম বঙ্গে কাটাবো। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী র পবিত্র সময়ে আমার রামকৃষ্ণ মিশনে যাওয়া র সৌভাগ্য হবে। বেলুড় মঠ সর্বদাই একটি বিশিষ্ট জায়গা৷ তবুও, একটা শূন্যতাও থাকবে! যিনি আমাকে ‘জন সেবাই প্রভু সেবা’র মহৎ নীতিটি শিখিয়েছিলেন, সেই শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানন্দ জি এখন আর নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে তাঁর পবিত্র সান্নিধ্য না পাওয়াটা অকল্পনীয়!’’