সিন্ডারেলা: ছেলেবেলায় নাকি খেলার ছলে কুমীরের সঙ্গে মারপিট করতেন৷ লোকসভা ভোটের আগে এমনই ঢাক পিটিয়ে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিছুদিন আগে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানে বিয়ার গ্রিলসকে হাসতে হাসতে শুনিয়েছিলেন ছোটবেলার ঘটনা৷ মোদি নাকি মাঝেমধ্যেই বাড়ির সামনে নর্দমা থেকে ধরে আনতেন কুমীরছানা৷ মায়ের বকা খেয়ে আবার সেগুলিকে নদীতে ছেড়ে দিয়ে আসছেন৷ কিন্তু সেই সব তো কেউ আর চোখে দেখেনি৷ চোখে দেখেছে রেবেকার লড়াই৷
কে এই রেবেকা? না সে কোন দেশের প্রধানমন্ত্রী নয়৷ তার ৫৬ ইঞ্চি ছাতিও নেই৷ মাত্র ৯ বছর বয়সী নাবালিকা৷ কিন্তু এই রেবেকার সাহস নেই তারিফ শুরু করেছে গোটা বিশ্ব৷ বিষয়টি একটু খুলে বলা যাক৷ বন্ধুর জন্য প্রাণ বাজি রেখে রাখতে পারি৷ এমন দাবি তো অনেকেই করেন৷ কিন্তু বাস্তবে করতে পারেন কজন৷ কিন্তু বাস্তব কখনও কখনও সিনেমাকেও হার মানায় দেখিয়ে৷ দিয়েছেও৷ জিম্বাবুয়ের স্কুলছাত্রী রেবেকা, তার বন্ধুকে বাঁচাতে কুমীরের সঙ্গে লড়াই করলেন৷ কুমীরের চোখ খুবলে বার করে নিল বন্ধুকে৷ প্রবল বিক্রম দেখানো মেয়েটির বয়স ৯ বছর৷
জিম্বাবুয়ের সিন্ডারেলা বন্ধুর সঙ্গে সাঁতার কাটার সময় কুমিরের কোপে পড়তে হয়৷ বন্ধুর চিৎকার শুনে পৌঁছে যায় রেবেকা৷ বন্ধুকে কুমীর নিয়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে ৯ বছরের ওই ছাত্রী৷ বিন্দুমাত্র দ্বিধা করেননি৷ ততক্ষণে বন্ধুর হাত পা কামড়ে ধরেছে কুমীরটি৷ তখনই কুমীরের পিঠে চেপে বসে৷ লড়তে লড়তে চোখ খুলে নেয় কুমীরের৷তখনই বন্ধুকে হাত পা ছেড়ে দেয় কুমীর৷ আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ কুমীরের সঙ্গে যুদ্ধ করে রেবেকার সামান্য জখম হয়েছে৷ নির্বিকার চিত্তে রেবেকা জানিয়েছে, বন্ধুকে যদি কেউ ক্ষতি করতে আসে তাহলে তো ঝাঁপিয়ে পড়বেই৷