মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক? জবাব দিলেন মমতা

মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক? জবাব দিলেন মমতা

কলকাতা: ইঙ্গিত আগেই ছিল৷ এবার সেই সমস্ত ইঙ্গিত মিলিয়ে এই প্রথম রাজভবনে বসে প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজভবনে পৌঁছনার আগেই আজ বিকালে মুখ্যমন্ত্রী হাজির হয়ে যান রাজভবনে৷ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাজভবনে বসে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক শুরু হয়৷ মিনিট ১৫-র বৈঠক শেষে রাজভবন ছাড়েন মুখ্যমন্ত্রী৷ রাজভবনে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

কেন আজা রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর? এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘এটা আমার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা৷ কেন্দ্রের থেকে আমাদের ৩৮ হাজার কোটি টাকা বাকি৷ সেই টাকা যাতে দ্রুত মিটিয়ে দেওয়া যায়, তা নিয়ে কথা হয়েছে৷ আমি দ্রুত টাকা মেটানোর দাবি জানিয়েছি৷ একই সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে আমরা আমাদের আপত্তি কথা জানিয়েছি৷ আমরা বলেছি আইন পুনর্বিবেচনা করে দেখতে৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বিষয়টি তিনি দেখে নেবেন৷ আইনের বিষয়টি তিনি জানিয়েছেন, সময় হলে দিল্লিতে তিনি কথা বলে নেবেন৷

নাগরিকত্ব আইন কার্যকর করে দু'দিনের সফরে কলকাতা পা রেখেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান৷ আজ প্রধানমন্ত্রী দু’দিনের সফরে বাংলায় পা রেখেছেন৷ কলকাতা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাজ্যপাল৷ গোলাপ-উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কলকাতা পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, অর্জুন সিং৷

এদিন, বিমানবন্দরে মোদিকে গোলাপ উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল৷ এর পরই গোপাল উপহার দিয়ে মোদিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখে বেশ আপ্লুত হন মোদি৷ ফিরহাদের হাত ধরে কিছুক্ষণ কুশল বিনিময় করেন৷ এরপর ফিরহাদকে দেখিয়ে প্রধানমন্ত্রীকে কিছু একটা মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ দিলীপের মন্তব্যের পর হেসে ওঠেন মোদি-ফিরহাদ-দিলীপ৷ এরপর প্রধানমন্ত্রীকে একে একে স্বাগত জানান রাহুল, অর্জুন, মুকুল রায়রা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *