বাংলার মাটি পবিত্র, সংস্কৃতির পীঠস্থান, প্রশংসা মোদির

দু’দিনের কলকাতা সফরে এসে বাংলার সংস্কৃতির দেদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাংলার মাটি থেকে শুরু হওয়া স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলার কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরে দরাজ সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী৷ আজ ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলাকে পবিত্র ভূমি ও সংস্কৃতির পীঠস্থান বলেও মন্তব্য করলেন নরেন্দ্র মোদি৷

কলকাতা: দু’দিনের কলকাতা সফরে এসে বাংলার সংস্কৃতির দেদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাংলার মাটি থেকে শুরু হওয়া স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলার কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরে দরাজ সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী৷ আজ ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলাকে পবিত্র ভূমি ও সংস্কৃতির পীঠস্থান বলেও মন্তব্য করলেন নরেন্দ্র মোদি৷

একই সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী ভবনগুলি নিয়ে হেরিটেজ পর্যটন গড়ে তোলার বার্তা দেন৷ শহর কলকাতার চারটি ঐতিহ্যবাহী ভবনের পুনর্নির্মাণ কেন্দ্র করেছে বলেও মন্তব্য করেন মোদি৷ কেন্দ্র একইসঙ্গে ভিক্টোরিয়া হাউজের দুটি মিউজিয়াম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন৷

জানিয়েছেন, কলকাতায় গড়ে তোলা হবে বিপ্লবী ভারত মিউজিয়াম৷ সেখানে বাংলায় স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসের একটি অংশ তুলে ধরা হবে৷ এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রামমোহন রায়ের প্রসঙ্গ তুলে ধরেন৷ একই সঙ্গে বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জয়ন্তী পালন করা হবে বলেও জানান৷ তিনি রামমোহন রায়ের ২৫০তম জন্মদিন পালন করার কথাও জানন প্রধানমন্ত্রী৷
জানান, বাংলার মাটি থেকেই শুরু হয় সব কিছুই৷ এদিনের ভাষণের শুরুতেই ‘সোনার বাংলা’ বলে বাংলায় ভাষণ শুরু করার চেষ্টা করেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *