কলকাতা: মোদি মমতার বৈঠকের বিরুদ্ধে প্রতিবাদ পড়ুয়াদের৷ ব্যারিকেড ভেঙে তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চের কাছে পড়ুয়াদের বিক্ষোভ৷ পরপর তিনটি ব্যারিড ভেঙে তৃণমূলের ধর্না মঞ্চের কাছে আসার চেষ্টা পড়ুয়াদের৷ সামাল দেওয়ার চেষ্টা তৃণমূল সুপ্রিমোর৷ বন্দেমাতরম ধ্বনি মমতার৷ পাল্টা আজাদি স্লোগান বিক্ষুব্ধ পড়ুয়াদের৷ ধস্তাধস্তি৷
আজ মোদির সঙ্গে বন্দের অনুষ্ঠান থেকে ধর্নামঞ্চে অশান্তির খবর পেয়ে তড়িতড়ি ডোরিনা ক্রসিংয়ে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ পড়ুয়াদের শান্ত করার চেষ্টা করেন৷ দেন শান্তির বার্তা৷ কিন্তু, বিক্ষুব্ধ পড়ুয়ারা পাল্টা প্রশ্ন তোলেন পড়ুায়ারা৷ তাতে ক্ষুব্ধ হন নেত্রী৷ জানিয়ে দেন, দিল্লি গিয়ে বিক্ষোভ করতে৷ পরে, পরিস্থিতি অবনতি হতেই বন্দেমাতরম ধ্বনি দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা আজাদি স্লোগান বিক্ষুব্ধ পড়ুয়াদের৷ ক্ষুব্ধ পড়ুয়ারা তুলতে থাকেন স্লোগান, ‘দাদা-দিদির বৈঠক, দিদি তুমি কার দলে?’ শুরু হয় ধস্তাধস্তি৷ অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা রানি রাসমণি অ্যাভিনিউ৷
ক্ষুব্ধ পড়ুয়াদের শান্তি বজায় রাখতে বললেন মমতা৷ টিএমসিপির মঞ্চের সামনে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন নেত্রী৷ উত্তেজনা প্রশমন করতে হাতজোড় করে পড়ুয়াদের শান্ত হওয়ার বার্তা দিয়েছেন৷ কিন্তু, কেন মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন? প্রশ্ন তোলেন পড়ুয়ারা৷ বৈঠকের কারণ জানানোর চেষ্টা করলেও মানতে নারাজ বিক্ষুবন্ধ পড়ুয়ারা৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় এখনও পর্যন্ত ধর্না মঞ্চেই অবস্থান করছেন নেত্রী৷