কলকতা: কলকাতা বন্দরের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে ফের তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তুলে আনলেন বাংলার রাজনীতিতে বহুচর্চিত সেই কাঠ মানি তত্ত্ব৷ বাংলায় কেন কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে না? তার পিছনে কাটমানি কাটমানি তত্ত্ব দিয়ে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে কটাক্ষ করেছেন নমো৷
বন্দরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মোদি জানান, বাংলার মানুষকে আমি খুব ভালোভাবে জানি৷ বাংলার মানুষকে বঞ্চিত করে রাখা কখনই উচিত নয়৷ আমরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার দেওয়ার জন্য সহায়তা করছি৷ আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে কঠিন রোগের মোকাবিলা করতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা চালু হয়েছে৷ কিন্তু, এই প্রকল্প বাংলায় কেন চালু হতে দিচ্ছে না, আমি জানি না৷আয়ুষ্মান প্রকল্প না করছে রাজ্য৷ আমাদের যোজনায় কোনও সিন্ডিকেট নেই৷ এর মধ্যে কোনও কাটমানি দিতে হয় না৷ আমরা গ্রাহকের অ্যাকাউন্টে টাকা সরাসরি পৌঁছে দিই৷ আর সেই কারণে দালাল চক্রের, সিন্ডিকেট, কাটমানি দিতে হয় না৷ কাটমানি দিতে হয় না বলেই কী কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হচ্ছে না? আমি জানিনা৷’’
স্বাভাবিক ভাবেই মোদির এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সিন্ডিকেট ও কাটমানি ঘিরে নতুন করে শুরু হয়েছে তরজা৷