১৫০ বছরের বন্দরে ১ দিনেই নাম বদল মোদির, কটাক্ষ বিরোধীদের

১৫০ বছরের বন্দরে ১ দিনেই নাম বদল মোদির, কটাক্ষ বিরোধীদের

কলকাতা: বাংলার ঐতিহ্যের ১৫০ বছরের পুরানো বন্দরের নাম একদিনে বদলে দিলেন দেশের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কলকাতা সফরের দ্বিতীয় দিনে কলকাতা বন্দরের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর রাখলেন মোদি৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম বদলের ঘোষণা করেন নমো৷ ১৫০ বছরের পুরানো বন্দরের নাম বদল ইস্যুতে মোদি-মমতাকে কাঠগড়ায় তুলে আক্রমণ বিরোধীদের৷

আজ কলকাতা বন্দরের ১৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান মঞ্চ থেকে মোদির ঘোষণা, কলকাতা বিমান বন্দরকে আগামী দিনে নেপাল থেকে শুরু করে ভুটান, বাংলাদেশ থেকে মায়ানমারকেও যুক্ত করা হবে৷ বড় জাহাজ চলাচলের জন্য গঙ্গার গভীরতা বাড়ানো হবে৷ এই বন্দর ভারতের আত্মনির্ভরতার প্রতীক৷ নিউ ইন্ডিয়ার প্রতীক হিসাবে বন্দরকে নতুন ভাবে গোড়ে তোলা হবে৷ আর সেই কারণে এই বন্দরের নাম করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর৷

নামবদল প্রসঙ্গে মোদি-মমতাকে কাঠগড়ায় তুলে বামনেতা মহম্মদ সেলিম বলেন, ‘‘দিদিভাই বাংলার ক্ষমতায় এসে সব কিছু নীল-সাদা করে দিয়েছেন৷ আর দাদাভাই দেশের সমস্ত নাম বদল করে দিচ্ছেন৷ এরা গড়তে পারেন না৷ সব বদল করতে পারেন৷ দেশের যুবকরা যখন চাকরি চাইছেন, তখন দাদাভাই-দিদিভাই নাম-রং বদল করে নজর ঘোড়াতে চাইছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *