সামাজিক সুরক্ষা বড় প্রকল্প রাজ্যের, উপকৃত প্রায় ২৯ লক্ষ

সামাজিক সুরক্ষা বড় প্রকল্প রাজ্যের, উপকৃত প্রায় ২৯ লক্ষ

কলকাতা: সামাজিক সুরক্ষা যোজনায় ফের রেকর্ড গড়ল রাজ্য৷ প্রায় ২৯ লক্ষ শ্রমিককে ১৬৩০ কোটি ৩৩ লক্ষ টাকার পরিষেবা দিয়ে শীর্ষ স্থানে উঠে এল বাংলা৷ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ১ কোটি ১৭ লক্ষ শ্রমিকের নাম ইতিমধ্যেই  সামাজিক সুরক্ষা যোজনায় রেজিস্ট্রেশন করিয়েছে রাজ্য৷ মিলছে একাধিক সুযোগ সুবিধা৷

সামাজিক সুরক্ষা যোজনায় সব থেকে বেশি সাড়া মিলেছে মুর্শিদাবাদ থেকে৷ প্রকল্পের সুবিধা পাওয়ার হিসাবে রাজ্যে প্রথম স্থানে মালদহ৷ মুর্শিদাবাদে শ্রমিকদের জন্য আরও প্রায় আড়াই কোটি টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রশাসন৷ পূর্ব মেদিনীপুরে ২ লক্ষ ৩ হাজার শ্রমিক সহায়তা পেয়েছেন বলে খবর৷

সামাজিক সুরক্ষা যোজনায় শিক্ষা, স্বাস্থ্য, ভবিষ্যনিধি, মৃত্যু ও দুর্ঘটনার সংক্রান্ত একাধিক পরিষেবা পেয়ে থাকেন শ্রমিকরা৷ এই তালিকায় রয়েছেন রাজমিস্ত্রি থেকে মুটে, রিকশ চালক থেকে পরিচারিকা ও বিড়ি শ্রমিকরা৷ শ্রমিকদের সুবিধার্থে অনলাইনেও এখন চলছে প্রকল্পে নাম রেজিস্ট্রেশন পর্ব৷ সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে শ্রমিক সন্তানদের পড়াশোনায় অর্থ সাহায্য পাওয়া যায়৷ রয়েছে উচ্চশিক্ষার সুযোগ৷ এমনকি, দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকের পরিবারকে অর্থ সাহায্য করারও  ব্যবস্থা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *