রবীন্দ্র-নজরুলের পর ‘বিবেক তীর্থ’ এবার বাংলায়

রবীন্দ্র-নজরুলের পর ‘বিবেক তীর্থ’ এবার বাংলায়

96a3035645ce7dfb350409d9ce1f4c21

কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের স্মৃতিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইতিমধ্যেই নিউটাউনে গড়ে উঠেছে রবীন্দ্র তীর্থ এবং নজরুল তীর্থ। এবার সেই একইভাবে রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থের পর নিউটাউনে গড়ে উঠছে বিবেক তীর্থ। স্বামী বিবেকানন্দ-এর স্মৃতির উদ্দেশ্যেই এই তীর্থ গড়ে তোলা হচ্ছে।

রবীন্দ্র এবং নজরুল তীর্থের মতই এই বিবেক তীর্থেও থাকছে অডিটোরিয়াম, বিবেকানন্দের ওপর গবেষণা করার সুবিধা, লাইব্রেরী সহ ভাষাশিক্ষা কেন্দ্র, কম্পিউটার ইনস্টিটিউট, ডিজিটাল লাইব্রেরি ইত্যাদি।

ইকো পার্কের ঠিক বাইরেই এই বিবেক তীর্থ গড়ে তোলা হচ্ছে। শিকাগোর আর্ট প্রতিষ্ঠানের আদলে গড়ে তোলা হচ্ছে এই বিবেক তীর্থ। খুব দ্রুত গতিতেই এগোচ্ছে বিবেক তীর্থের কাজ।

আশা করা যায় নিউটাউনকে নতুন মাত্রা এনে দেবে এই তিন তীর্থ। আগামী প্রজন্মের মধ্যে স্বামীজীর আদর্শ প্রসারে কাজ করবে এই কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *