বঙ্গ BJP-র পরবর্তী সভাপতির নাম ঘোষণা, বিনা লড়াইয়ে জয়!

বঙ্গ BJP-র পরবর্তী সভাপতির নাম ঘোষণা, বিনা লড়াইয়ে জয়!

কলকাতা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদ দ্বিতীয় বারের জন্য ছিনিয়ে নিলেন দিলীপ ঘোষ৷ দিলীপ যে পুনর্নির্বাচন হতে চলেছেন, সেখবর মাস দুই আগেই প্রতিবেদন প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ আজ বঙ্গ বিজেপির তরফে আনুষ্ঠানিক ভাবে রাজ্যের পরবর্তী বিজেপি সভাপতির হিসাবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হয়৷

বিজেপির সভাপতি নির্বাচন পক্রিয়া ঠিক কেমন হয়? সংগঠনের সঙ্গে যুক্ত এক নেতার বলেন, অত্যন্ত মতবিরোধ যদি না থাকে, তবে, সাধারণত ব্যালট দিয়ে ভোট হয় না৷ সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন৷ সেটিই নিয়ম৷ ২০১৫ সালে বিজেপির রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ৷ বিজেপি সংবিধান অনুযায়ী ২০১৮ সালেই সভাপতি হিসাবে নিজের প্রথম অধ্যায় শেষ করেছেন৷ কিন্তু, পার্টি তাঁকে দ্বিতীয় অধ্যায়ের সূচনা করতে বলেছিল অনেক আগেই৷

বিজেপির সংবিধান অনুযায়ী, একজন সভাপতি দুই বার পরপর তিন বছর করে সভাপতিত্ব করতে পারেন৷ কিংবা ৬ বছর টানা সভাপতিত্ব করতে পারেন৷ সেক্ষেত্রে যেটা আগে হবে সেটিই তাঁর সভাপতিত্বের শেষ দিন হিসাবে ধরবে পার্টি৷ দিলীপ ঘোষের ক্ষেত্রে ২০২১ পর্যন্ত সভাপতির চেয়ারে পাক হয়ে গেল৷ 'হিন্দুত্বের পোস্টের বয়' দিলীপের প্রতিদ্বন্দ্বী নেই রাজ্য বিজেপিতে৷ কেন্দ্রীয় নেতৃত্বও বিভিন্ন সময় দিলীপ ঘোষেই আস্থা দেখিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *