অবশেষে রেলের টিকিটে ফিরছে বাংলা, বড় জয় বাঙালির!

রেলের টিকিটে ফিরে এল বাংলা হরফ৷ বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের রেল টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখার প্রথা ফিরিয়ে আনা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে৷ আপাতত কয়েকটি স্টেশনে তা চালু হলেও ভবিষ্যতে রাজ্যের সব স্টেশনের টিকিট কাউন্টার থেকেই বাংলা হরফ সম্বলিত টিকিট মিলবে বলে রেলের তরফে জানানো হয়েছে৷

কলকাতা: রেলের টিকিটে ফিরে এল বাংলা হরফ৷ বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের রেল টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখার প্রথা ফিরিয়ে আনা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে৷ আপাতত কয়েকটি স্টেশনে তা চালু হলেও ভবিষ্যতে রাজ্যের সব স্টেশনের টিকিট কাউন্টার থেকেই বাংলা হরফ সম্বলিত টিকিট মিলবে বলে রেলের তরফে জানানো হয়েছে৷

রেল সূত্রের খবর আগে এরাজ্যে রেল টিকিটে ইংরানজি ও হিন্দির সঙ্গে সঙ্গে বাংলায় নাম লেখারও প্রচলন ছিল৷  কিন্তু ২০১২ থেকে তা উঠিয়ে দেওয়া হয় ৷টিকিটে শুধুমাত্র  হিন্দি ইংরাজি ভাষা ব্যবহারের প্রচলন করা হয়৷রেল টিকিটে বাংলাফেরানোর দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে  বাংলা পক্ষ নামের একটি সংগঠন৷ বৃহস্পতিবার থেকে রাজ্যের বেশ কিছু স্টেশনের টিকিটে বাংলা অক্ষর ফেরাকে নিজেদের জয় হিসাবেই দেখা হচ্ছে৷ এদিন সাঁতরাগাছি স্টেশনের কাউন্টার থেকে যে টিকিট দেওয়া হয়েছে তাতে ওই স্টেশন ও গন্তব্য স্টেশনের নাম বাংলায় লেখা রয়েছে৷

বাংলা পক্ষের তরফে কৌশিক মাইতি বলেন, “আমরা গত একবছর ধরে বিভিন্ন স্তরে স্মরকলিপি দিয়েছিলাম৷ দাবি জানিয়েছিলাম যাতে রেলের টিকিটে বাংলা আবার ফিরিয়ে আনা হয়৷” তিনি আরও বলেন, “কয়েক মাস আগে রেল্মন্ত্রকের তরফে আমাদের জানানো হয়েছিল, টিকিটে বাংলা ফেরানোর প্রক্রিয়া চলছে৷ তা শিগগিরই বাস্তবায়িত হবে৷”