দীঘায় এবার বড় প্রকল্প রাজ্যের, খরচ হবে ৭৫০ কোটি

দীঘায় এবার বড় প্রকল্প রাজ্যের, খরচ হবে ৭৫০ কোটি

তমলুক: বিকল্প শক্তি ব্যবহারে  বড়সর পদক্ষেপ রাজ্য সরকারের৷  পূর্ব মেদিনীপুরে দীঘার কাছে একটি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চলেছে রাজ্য ৷ রামনগর দুই ব্লকের দাদন পাত্র বাড়ে সমুদ্র উপকূলের ৫৬২ একর জমিতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্পটি তৈরি করা হবে৷ এর জন্য খরচ হবে ৭৫০ কোটি টাকা৷ 

অর্থমন্ত্রী অমিত মিত্র বৃহস্পতিবার নবান্নে জানিয়েছেন কে এফ ডব্লিউ নামে জার্মানির একটি অন্যতম বৃহৎ ব্যাংক এই প্রকল্পের জন্য রাজ্যকে সহজশর্তে দীর্ঘমেয়াদি ঋণ দিতে রাজি হয়েছে৷ তারা ১২ বছরের মেয়াদে রাজ্যকে ৬৫০ কোটি টাকা দেবে৷ বাকি ১৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার৷ তাদের হাতে প্রকল্পের ওই অঙ্কের অংশীদারিত্ব থাকবে৷

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম এই প্রকল্প রূপায়নের দ্বায়িত্বে থাকছে৷ তারা টেন্ডারের মাধ্যমে কাজের জন্য সংস্থা মনোনয়ন করবে৷ অর্থমন্ত্রী বলেন পূর্ব ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়িত হলে বিকল্প শক্তির ব্যবহারের রাজ্য একটি অন্য উচ্চতায় পৌঁছে যাবে৷ পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থান হবে৷ বছরখানেকের মধ্যেই এই প্রকল্প নির্মাণের কাজ শেষ হবে বলে অমিত বাবু আশাবাদী৷ অমিত বাবু আরো জানান এই প্রকল্পের জমির জন্য ইতিমধ্যেই পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পাওয়া গেছে৷ ওই এলাকায় রাজ্য সরকারের হাতে আরো এক হাজার একর জমি রয়েছে ৷ উপকূল রক্ষা বিধি র আওতায় ওই জমিতে প্রকল্প নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে৷

গত মাসে বিহার রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলন এর এই প্রকল্পের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের তরফে প্রস্তাব দেয়া হয়৷ এরপর এই রাজ্য সরকারের বিদ্যুৎ ও অর্থ দপ্তর ওই প্রকল্প নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *