কলকাতা: ঠিক যেন কল সেন্টার৷ আর সেই কল সেন্টার খুলে মহিলাদের সঙ্গে বন্ধুত্বের টোপ৷ মহিলাদের সঙ্গে বন্ধুত্বের টোপ দিয়ে প্রতারণা৷ সিআইডির জালে মধ্যমগ্রামের কল সেন্টারের ১৬ মহিলা৷ রাতে গ্রেপ্তার৷ মিলেছে একাধিক মোবাইল৷ সঙ্গে গুচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ বন্ধুত্বের শর্তে অ্যাকাউন্টে দিতে হত মোটা টাকা৷ সেই টাকাও উদ্ধার সিআইডির৷
সিআইডির কাছে অভিযোগ আসে, ফ্রেন্ডশিপ ক্লাব খুলে প্রতারণা চলছে মধ্যমগ্রামে৷ কল সেন্টার থেকে চলছে গোটা প্রাতরণা৷ বিভিন্ন জায়গায় দেওয়া হয় ফোন নম্বর৷ বিজ্ঞাপনে বলা হয়, তাদের সংস্থায় নাম লেখালে সুন্দরী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে৷ আনন্দদান নেওয়ার ব্যবস্থাও রয়েছে৷ শুধু শর্ত একটাই, আনন্দ নেওয়ার আগে সংস্থায় জমা রাখতে হবে টাকা৷
নিতে হবে ক্লাবের সদস্যপত্র৷ লাগবে মেম্বারশিপ ফি৷ এরপর বিভিন্ন মহিলাদের ছবি মেম্বারদের পাঠানো হবে৷ পাঠানো হবে মোবাইল নম্বর৷ এরপর যেতে হবে আনন্দোন নিতে৷ কিন্তু, তার আগে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা৷ অভিযোগ, অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পর থেকেই ওই মেম্বারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হত৷ এমনকী, দেওয়া হত হুমকি৷ এইভাবেই চলত প্রতারণা৷ গোটা ঘটনার তদন্ত শুরু করে সিআইডির টিম ওই কল সেন্টারে হানা দেয়৷ হাতেনাতে গ্রেপ্তার করা হয় ১৬ জন মহিলাকে৷